X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বার্সা-পিএসজিকে আবার খেলানোর দাবিতে পিটিশন!

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৭:৪০আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৭:৪০

বার্সা-পিএসজিকে আবার খেলানোর দাবিতে পিটিশন! চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে বার্সেলোনার অবিশ্বাস্য জয়। স্বাভাবিকভাবেই স্প্যানিশ ক্লাব সমর্থকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। অন্যদিকে পিএসজির সমর্থকরা ভাসছে হতাশার সাগরে, পাশাপাশি বার্সার এ জয়কে বিতর্কিত দাবি করেছে ফরাসি চ্যাম্পিয়নদের ভক্ত-সমর্থকরা। এক ভক্ত তো দুই দলের ম্যাচ আবার মাঠে গড়াতে পিটিশনও করেছেন।

ভক্তের নাম লুইস মেলেন্দো। অনলাইনে সমর্থকদের সমবেত করার বৃহত্তম মঞ্চ চেইঞ্জডটওরগ’এ একটি পিটিশন করেছেন তিনি। তার চাওয়া- আবার হোক বার্সা-পিএসজির ম্যাচটি। এরই মধ্যে পিটিশনে সই হয়েছে তিন হাজার।

ম্যাচে কড়া সমালোচিত হওয়া রেফারি ডেনিজ আইটেকিনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে পিটিশনে। এছাড়া তুলে ধরা হয়েছে ১৩টি বিতর্কিত মুহূর্ত।

-   ২ মিনিট: লুই সুয়ারেসের অফসাইড গোল।

-   ১১ মিনিট: ডিবক্সের মধ্যে হাভিয়ের মাসচেরানোর হাতে বল লাগলেও পেনাল্টি দেওয়া হয়নি।

-   ২৩ মিনিট: পিকেকে লাল কার্ড দেওয়া হয়নি।

-   ৪২ মিনিট: জেরার্ড পিকের দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কথা ছিল। উল্টো এডিনসন কাভানিকে বুকড করা হয়।

-   ৪৫ মিনিট: যোগ করা হয়েছে সাড়ে তিন মিনিট।

-   ৪৮ মিনিট: নেইমারের পেনাল্টি অযথাই, বক্সের মধ্যে সুযোগ খুঁজছিলেন তিনি।   

-   ৫৪ মিনিট: আরেকটি পেনাল্টি নেওয়ার জন্য ভান করেছেন নেইমার। কিন্তু তাকে কার্ড দেওয়া হয়নি।

-   ৬৪ মিনিট: নেইমার প্রচণ্ড আগ্রাসী আচরণ করেছিলেন, লাল কার্ড প্রাপ্য ছিল তার।

-   ৭৮ মিনিট: ডিবক্সে পিকের হ্যান্ডবল, কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি।

-   ৮৫ মিনিট: মাসচেরানো ডিবক্সে আনহেল দি মারিয়াকে ফেলে দিলেও দেওয়া হয়নি পেনাল্টি।

-   ৮৯ মিনিট: ইচ্ছা করে ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করেছেন সুয়ারেস।

-   ৯০ মিনিট: পাঁচ মিনিট যোগ করা হয়েছে (অথবা বার্সেলোনা গোল না করা পর্যন্ত)।

-   ৯২ মিনিট: ভান করে পেনাল্টি নেওয়ার চেষ্টা করেছিলেন সুয়ারেস। দ্বিতীয় হলুদ কার্ড প্রাপ্য ছিল তার। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া