X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হকিতে চ্যাম্পিয়ন মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১৭:৩২আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৭:৫৫

চ্যাম্পিয়ন মালয়েশিয়া হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর শিরোপা জিতেছে মালয়েশিয়া। ফাইনালে তারা হারিয়েছে চীনকে।

আজ রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুটআউটে ৫-৩ গোল পরাজিত করে শিরোপা জিতে নেয় মালয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। লড়াকু মালয়েশিয়া ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হাসে শিরোপা জয়ের হাসি। 

প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে একটি পেনাল্টি কর্নার অর্জন করে চীন। প্রস্তুতি নিতে নিতে ঘড়ি অতিক্রম করে ১৫ মিনিটের সীমার্। পেনাল্টি কর্নার থেকে শট নেওয়ার পরেই বিরতি, এই নিয়মের কারণে প্রথম গোলটি হজম করে মালয়েশিয়া। চীনের ইন ফর্ম ফরোয়ার্ড দু তালাকে পেনাল্টি কর্নারে প্রথম গোল করেন। ২২ মিনিটে দুরন্ত এক পাল্টা আক্রমণে মালয়েশিয়ার ডিফেন্স ভেদ করেন আও ইয়াং। তিনি আড়াআড়ি পাস দেন সু জুনকে, আলতো পুশে বল পোস্টে ঠেলে চীনকে দুই গোলে এগিয়ে দেন তিনি। 

২৪ মিনিটে মালয়েশিয়ার দুঃসময় ঘনীভূত করেন জাজলান নাজমি। পেনাল্টি স্ট্রোক মিস করেন তিনি। তার পুশ চীন গোলরক্ষক চেঙ মিঙ প্যাড দিয়ে ঠেকিয়ে দেন। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মালয়েশিয়া। দুই কোয়ার্টারে মোট আটটি পেনাল্টি কর্নার ও একটি পেনাল্টি স্ট্রোক পেয়েও গোল না পাওয়ার যন্ত্রণায় ভুগতে থাকে মালয়েশিয়া। 

৪৭ মিনিটে শাহরিল সাবাহের গোলে গোলখরা ভাঙে মালয়েশিয়া। ১১তম পিসিতে গোলের মুখ দেখে মালয়েশিয়া। ৫৫ মিনিটে আরেকটি পিসিতে জাজলান নাজমি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। এই গোলে তিনি নিজকে পেনাল্টি মিসের গ্লানিমুক্তও করেন।   

শুট আউটে মালয়েশিয়ার পাঁচজন শুটারই গোল করেন। চীনের করেন তিনজন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া