X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দেপোর্তিভোর মাঠে হারল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৭, ২৩:০৮আপডেট : ১২ মার্চ ২০১৭, ২৩:১৮

দেপোর্তিভোর মাঠে হারল বার্সেলোনা প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে ‘অবিশ্বাস্য’ বার্সেলোনার ছন্দপতন হলো পরের ম্যাচেই। গত তিন ম্যাচ ধরে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো কাতালান জায়ান্টরা রবিবার লা লিগায় হেরে গেছে। দেপোর্তিভো লা করুনা নিজ মাঠে লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে ২-১ গোলে।

গত বৃহস্পতিবার ইউরোপীয় শীর্ষ প্রতিযোগিতার মঞ্চে দুর্দান্ত এক বার্সেলোনাকেই দেখা গিয়েছিল। শেষ ৭ মিনিটের তিন গোলে দ্বিতীয় লেগে তাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখেছিল ফুটবল বিশ্ব। কিন্তু ওই ম্যাচের নায়ক নেইমার দেপোর্তিভোয় বার্সার সঙ্গী হননি ইনজুরির কারণে।

আর পিএসজির বিপক্ষে ওমন এক দাপুটে ম্যাচ খেলার পর বেশ ক্লান্তই লেগেছে কাতালান জায়ান্টদের। আর প্রতিপক্ষ দেপোর্তিভো নিজ মাঠে বেশ স্বতঃস্ফূর্ত ছিল। যার পুরস্কার স্বাগতিকরা পায় ৪০ মিনিটে জোসেলুর গোলে। বিরতির পরের মিনিটে লুই সুয়ারেসের গোলে সমতায় ফেরে বার্সা। কিন্তু ৭৪ মিনিটে আলেক্স বার্গেন্তিনোসের গোল হতাশ করে বার্সাকে। শেষ কয়েক মিনিটে লুই এনরিকের শিষ্যরা আবার সসমতা ফেরাতে দুইবার সুযোগ পেলেও নষ্ট হয়।

বরং আরও দুটি গোল বার্সার জালে দিতে পারত দেপোর্তিভো। মার্ক টের স্টেগেন ছিলেন বলেই বার্সার হারের ব্যবধান বড় হয়নি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তো ফাজর একাই পেয়ে যান স্টেগেনকে। বার্সা গোলরক্ষক কোনোভাবে রুখে দেন ওই প্রচেষ্টা।

এই হারে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কাই খেল বার্সেলোনা। মৌসুমের তৃতীয় হারে শীর্ষস্থানটা নড়বড়ে হয়ে গেল। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর দুই ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তারা এক নম্বর আসনটি দখলে রিয়াল বেতিসকে মোকাবিলা করবে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’