X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জয় ছাড়া কিছু ভাবছে না আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৯:২২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৯:২২

সংবাদ সম্মেলনে আবাহনী কোচ ড্রাগো মামিচ, অধিনায়ক মামুন মিয়া ও ম্যানেজার সত্যজিত দাস রুপু কাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মালদ্বীপের মাজিয়া এসআরসির বিপক্ষে এএফসি কাপের লড়াই শুরু করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। মালদ্বীপ জাতীয় দলের আট খেলোয়াড় নিয়ে বেশ শক্তিশালী মাজিয়া, আর সেই দলকেই নিজ মাঠে হারাতে চায় ঢাকা আবাহনী।

তবে মাজিয়াও ছুঁড়ে দিয়েছে চ্যালেঞ্জ। কোচ মারজান সেকুভলস্কি বলেছেন, ‘আবাহনীকে ভালোভাবেই পর্যবেক্ষন করেছি আমরা। জয় দিয়েই শুরু করতে চাই আমাদের এএফসি কাপ মিশন।’

আজ সোমবার বাফুফে ভবনে আয়োজিত ম্যাচের সংবাদ সম্মেলনে আবাহনীর সার্বিয়ান কোচ ড্রাগো মামিচ ও তার প্রতিপক্ষ কোচ সেকুলভস্কির কথায় উঠে এসেছে কঠিন এক লড়াইয়ের আভাস। শেখ কামালের ব্যর্থতা মুছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ মামিচ, ‘এএফসি কাপের প্রথম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জোর প্রস্তুতি নিয়েছি এ ম্যাচের জন্য। আবাহনী নিজেদের অবস্থান প্রমাণ করতে চায়। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে আমাদের খেলোয়াড়রা ভালো করেনি, আমার কাল এ ঘাটতি কাটিয়ে উঠতে চাই।’ 

মাজিয়া কোচ মারজান সেকুলভস্কি (ডানে) ও অধিনায়ক আবদুল্লাহ আসাদুল্লাহ তবে আবাহনীর নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় নেই প্রথম ম্যাচে। ডিফেন্ডার আরিফুল ইসলাম ও তপু বর্মন, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট ও শাকিল এবং ফরোয়ার্ড জুয়েল রানা ক্লাবকে না জানিয়ে বেশ কয়েকদিন বাইরে ছিলেন। এজন্য ১৮ জনের দলে তাদের রাখেনি টিম ম্যানেজমেন্ট। ‘১৩ দিন ক্লাবের অনুশীলনের বাইরে থাকা খেলোয়াড়কে কীভাবে আমরা দলে অন্তর্ভুক্ত করি? ওরা ক্লাবে আছে তবে কালকের স্কোয়াডে থাকা হবে না।’, বলেছেন ম্যানেজার সত্যজিত দাস রুপু। 

এদিকে মারজান সেকুলভস্কির বক্তব্য স্পষ্ট। আবাহনীকে সমীহ করলেও হারানোর প্রতিজ্ঞা তার কণ্ঠে, ‘শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে হেরেছিল আবাহনী। তবে আমার মনে হয়েছে আবাহনীই ছিল মাঠের শ্রেয়তর দল। তারা বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করাতেই ম্যাচ হেরে যায়।’ স্বাগতিক ক্লাবের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত মাজিয়া। সেকুলভস্কি বললেন, ‘কাল ভিন্ন দিন, ভিন্ন ম্যাচ। মাজিয়ায় আছে জাতীয় দলের আটজন খেলোয়াড়, ম্যাচ জেতার যোগ্যতা আছে মাজিয়ার। তবে আমরা আবাহনী সম্পর্কে জানি। আবার একই সঙ্গে এটাও বলতে হয় আবাহনীর কোচ এক সময় ছিলেন মালদ্বীপের জাতীয় কোচ। তিনিও আমার খেলোয়াড়দের জানেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এটি নিশ্চিত। আমরা জয়ের জন্য  মাঠে নামব।’

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!