X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এপ্রিলে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ২০:০০আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:০২

বাফুফের কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের পরবর্তী আসর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বৃহস্পতিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর ১ টায় শুরু হওয়া এই সভা সন্ধ্যা ছয়টায় শেষ হলেও সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে বাফুফের কাউন্সিলর চূড়ান্ত করা যায়নি। এখানে দুটি কাউন্সিলর পাঠানোর সুযোগ রয়েছে বাফুফের। তাই কারা হবেন দুই কাউন্সিলর? এ নিয়েই মাঝে উত্তপ্ত হয়ে উঠেছিল সভাটি।

সভা শেষে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী সিদ্ধান্তগুলো তুলে ধরে এভাবে, ‘আমরা এপ্রিলের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের পরবর্তী আসর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। মোট ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। বাংলাদেশের দুটি দল হলে বিদেশি দল হবে চারটি। আর একটি দল হলে সেক্ষেত্রে বিদেশি দল হবে পাঁচটি। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঝে রেলিগেশন প্লে-অফ না খেলা দুই দল সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারাকে অবনমিত করার সিদ্ধান্ত বহাল রাখা হয় এই সভায়। এই দুই দলই তাদের রেলিগেশনের শাস্তি মওকুফ করার আবেদন জানিয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টো দিকে দুই বছর আগে বহিষ্কার হওয়া ফরাশগঞ্জ আবার ফিরতে যাচ্ছে দেশের শীর্ষ ফুটবল লিগে।

সভায় নেওয়া আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো- এবারের বিপিএলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তিনজন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে প্রতিটি ক্লাব। তবে মাঠে দুই জনের বেশি নামাতে পারবে না কেউই। এতদিন চারজন নিবন্ধন করিয়ে মাঠে তিন জন রাখতে পারতো ক্লাবগুলো।

এছাড়া ‍বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে নতুন দল হিসেবে আবির্ভূত হচ্ছে বসুন্ধরা কিংস। আজকেই এই ক্লাবটিকে খেলার স্বীকৃতি দিয়েছে বাফুফে। আজমপুর স্পোর্টিং নামে আরেকটি ক্লাবও আবেদন করেছিল তবে তাদের আবেদনে সাড়া দেয়নি বাফুফে। আরও যাচাই বাছাই করতে সময় নিয়েছে তারা।

সেই লক্ষ্যে এ মাসের ২০ তারিখ থেকে বিপিএলের খেলোয়াড় নিবন্ধন ফর্ম দেওয়া শুরু করবে বাফুফে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল চলবে বিপিএলের দলবদল। 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়