X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাহনীতে মাহমুদউল্লাহ, রূপগঞ্জে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৭ মার্চ ২০১৭, ২২:৩৮আপডেট : ১৭ মার্চ ২০১৭, ২২:৪০

আবাহনীতে মাহমুদউল্লাহ, রূপগঞ্জে মাশরাফি ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আবাহনীতে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ। আর মাশরাফি বিন মর্তুজা খেলবেন লিজেন্ড অব রূপগঞ্জে। ৭ এপ্রিল শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের চলতি আসরের সব ম্যাচই হবে বিকেএসপির দুটি ভেন্যু ও ফতুল্লায়।

যদিও কিছুদিন আগেও শোনা গিয়েছিল মুশফিক-মাশরাফির সঙ্গে মাহমুদউল্লাহও খেলবেন লিজেন্ড অব রূপগঞ্জে। কিন্তু শেষ পর্যন্ত পাশার দান উল্টে দিয়ে আবাহনীতে নাম লেখালেন মাহমুদউল্লাহ। এদিকে জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদ এখনও দল নির্বাচন করেননি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে দেশে ফিরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

কলম্বো টেস্ট থেকে মাহমুদউল্লাহ বাদ পড়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল রূপগঞ্জে খেলার কারণেই মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেওয়া হয়েছে! এমন খবর কলম্বোর বাতাসে ভাসছিল। যদিও বিষয়টি সরাসরি অস্বীকার করলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

শুক্রবার ম্যাচ শেষে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবাই বলছে রূপগঞ্জের হয়ে খেলবে বলেই আমরা মাহমুদউল্লাহকে বাদ দিয়েছি। বিষয়টি কোনও মতেই ঠিক নয়। আমরা এক সপ্তাহ আগেই রিয়াদকে নিশ্চিত করেছি। ফর্মহীনতায় যে কেউ বাদ পড়তে পারে। সাকিব খারাপ খেললে সাকিবও বাদ পড়তে পারে।’

সূত্র মতে জানা গিয়েছে মাহমুদউল্লাহকে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক ৬০ লাখ দিয়ে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মাহমুদউল্লাহর সঙ্গে আবাহনীতে খেলবেন জাতীয় দলের দুই সতীর্থ তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন।

অন্যদিকে প্রাইম ব্যাংক ধরে রেখেছে সাব্বির রহমানকে। সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও রুবেল হোসেন।

ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানভীর হায়দার খেলবেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলবেন মুমিনুল হক, নাসির হোসেন ও শফিউল ইসলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শুভাশীষ রায়।

এদিকে প্রিমিয়ার লিগ চলাকালে একই সময়ে চলবে আইপিএল, তাই সাকিব ও মুস্তাফিজকে পুরো সময় পাওয়া যাবে না প্রিমিয়ার লিগে।

প্রসঙ্গত, প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো। তবে সুপার লিগে দুইজন বিদেশি খেলানোর সুযোগ পাবে ক্লা্বগুলো। শুক্রবার প্রথম দিনের দল বদল শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় মোট ৮৭ জন খেলোয়াড় বিভিন্ন ক্লাবে নাম লিখিয়েছে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ