X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ-সাকিবের স্পেলকেই টার্নিং পয়েন্ট বললেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ২০:৪৩আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:৫০

মুস্তাফিজ-সাকিবের স্পেলকেই টার্নিং পয়েন্ট বললেন মুশফিক কলম্বো টেস্টের চতুর্থ দিনে ম্যাচটা বের করে নেয় বাংলাদেশ। দুই প্রান্ত থেকে সাকিব ও মুস্তাফিজ লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরলে স্বাগতিকরা দিন শেষে আট উইকেট হারিয়ে ফেলে। ওই দিন থেকেই জয়ের সুবাস ছড়াচ্ছিল। সাকিব ও মুস্তাফিজের ওই স্পেলটাকেই ম্যাচের টার্নি পয়েন্ট মনে করছেন টেস্ট অধিনায়ক মুশফিক। সাকিব ও মুস্তাফিজ দুইজন মিলে ম্যাচের ৪৪ থেকে ৫৮ ওভার পর্যন্ত বোলিং করেছেন। ওই সময়ে লঙ্কানদের চারটি উইকেট তুলে নিয়ে মেরুদণ্ড ভেঙে দেন তারা। তাতেই ম্যাচে ফেরে সফরকারীরা, ‘শনিবার সাকিব ও মুস্তাফিজও ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছে। ওদের কয়েক ওভারের স্পেলে শ্রীলঙ্কা ব্যাকফুটে চলে যায়। এরপর আমাদের দরকার ছিল মোমেন্টামটা ধরে রাখা। আমাদের মনে হয়েছিল লক্ষ্য যা-ই হোক, আমরা চেজ করতে পারব। আমাদের মনে হয়েছে ২০০ বা ২৫০ রান এই উইকেটে তাড়া করা সম্ভব। তাদেরকে অলআউট করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’

অবশ্য জয়টাকে সহজ করার পেছনে মুশফিক দুই ওপেনারের ভূমিকার কথা উল্লেখ করেছেন, ‘বিশেষ করে তামিম ও সাব্বির যেভাবে ব্যাটিং করেছে- এটা দারুণ। সব মিলিয়ে শততম টেস্ট জেতা বাংলাদেশের জন্য বড় অর্জন।’

শ্রীলঙ্কার বিপক্ষে শততম ম্যাচ জিতে মুশফিক মনে করেন শ্রীলঙ্কা তাদের মাটিতে দুর্দান্ত দল, ‘আমার মনে হয় শ্রীলঙ্কা এখনো তাদের মাটিতে দুর্দান্ত দল। তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাদেরকে তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। আমার মনে হয়, গত পাঁচ দিন আমরা তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে টস হারের পর বোলাররা প্রথম ইনিংসে তাদের কাজটা যথাযথভাবে করেছে।’

গল টেস্টের হারটা কোনওভাবেই মেনে নিতে পারেননি মুশফিক। তার মতে তারা এতটা বাজে দল নয়, ‘এমন জয়ে সত্যিই খুব ভালো লাগছে। কারণ প্রথম টেস্টে হারের পর আমাদের মনে হয়েছিল, আমরা যদি আমাদের সক্ষমতা অনুসারে খেলতে পারি তাহলে এই দলকে হারানো তেমন একটা কঠিন কাজ নয়। যদিও তারা প্রথম টেস্টটা বেশ সহজেই জিতেছে। আমরা জানতাম মাঠে আমাদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারলে জিততে পারব।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…