X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে রিভিউ নিতে ভয় পাচ্ছিলেন মুশফিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ২০:৫৭আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২১:০০

শেষ মুহূর্তে রিভিউ নিতে ভয় পাচ্ছিলেন মুশফিক! ৫৩তম ওভারে মুশফিক প্যাড আপ করে বলটি ছেড়ে দিলেন। তখনই পেরেরার জোরালো আবেদনে আউট দিয়েছিলেন আম্পায়ার সুন্দরাম রাভি। মুশফিক কিছুটা দ্বিধান্বিত ছিলেন, কী করবেন? এগিয়ে গেলেন মোসাদ্দেক। বললেন রিভিউ নিতে, মুশফিক কিছুটা ধন্দে ছিলেন। শেষ মুহূর্তে রিভিউ নিলেন। সেই রিভিউতেই বেঁচে গিয়ে ২২ রানে অপরাজিত থেকে জয় তুলে মাঠ ছেড়েছেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক।

ওই আউটের পর মানসিক অবস্থা কী ছিল জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘মনে হচ্ছিল আমি আউট। প্রথমে মনে হচ্ছিল, স্টাম্প মিস করবে, তাই প্যাড আপ করেছিলাম। যখন আউট দিয়ে দিয়েছে, তখন ডিআরএস নিতে ভয় পাচ্ছিলাম। কারণ, এরপর আরও সংকট আসতে পারে, তখন ডিআরএস লাগতেও পারে। এই জন্য আমি নিতে চাচ্ছিলাম না।’

তিনি আরও যোগ করেন, ‘মোসাদ্দেক এসে বললো, ভাই রিভিউ নেন, স্টাম্প মিসও করতে পারে। শেষ মুহূর্তে ভাবলাম, আচ্ছা নেই। যদি মিস করে যায় তাহলে হয়তো বেঁচে যেতে পারি। অনেক শার্প টার্ন আর বাউন্সও ছিল। স্টাম্পে না লাগায় বেঁচে গিয়েছি।’

যদিও মুশফিক কখনোই ভাবেননি তিনি আউট হলে ম্যাচ হেরে যাবে বাংলাদেশ, ‘খুবই নড়বড়ে ছিলাম। তবে বিশ্বাস ছিল, আমি আউট হলেও জিততে পারবো। ইচ্ছে ছিল নিজে নট আউট থেকে ম্যাচটা জিতিয়ে আনবো।’

বিদেশের মাটিতে বাংলাদেশের এটা চতুর্থ জয়। এর আগে দুটি জয় ওয়েস্ট ইন্ডিজ ও একটি জয় জিম্বাবুয়ের বিপক্ষে। তাইতো এমন পরিস্থিতিতে খুব একটা অভিজ্ঞতা নেই টাইগারদের। মুশফিক নিজ মুখেই সে কথা স্বীকার করলেন, ‘টেস্ট ক্রিকেটে এ রকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। পঞ্চম দিনের উইকেটে এভাবে চেজ করা; আমাদের জন্য নতুন। আমাদের লক্ষ্য ছিল শুরুর দিকে ৫০-এর বেশি রানের জুটি করা। তামিমের দারুণ ব্যাটিং, সাব্বিরের সঙ্গে একশোর বেশি রানের জুটি, এক সময় মনে হয়েছিল সহজেই আমরা জিততে পারব। কিন্তু কোনও দলইতো এভাবে ম্যাচ ছাড়বে না। শেষ দিকে বিশ্বাস ছিল, দুঃখজনকভাবে সাকিব আউট হয়ে যাওয়ার পরও মোসাদ্দেক ও মিরাজ ছিল। তাই মনে হয়েছিল এক এক করে নিলেও আমরা ম্যাচটা জিততে পারব।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!