X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তামিম মুম্বাইয়ে, গলে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২০ মার্চ ২০১৭, ২০:৪৮আপডেট : ২০ মার্চ ২০১৭, ২০:৪৮

তামিম ও সাকিব বাংলাদেশের শততম টেস্ট জয়ের নায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের দুইজনের একজন হয়েছেন ম্যাচসেরা, আরেকজন সিরিজের। কলম্বোতে শ্রীলঙ্কাকে হারানোর আনন্দ ভাগাভাগি করতে তারা দুইজন দুইদিকে ছুটেছেন।

সোমবার তামিমের ২৮তম জন্মদিন। বাংলাদেশের এ ওপেনার জন্মদিনে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে মুম্বাই গেছেন। তামিম মুম্বাই পৌঁছানোর আগে থেকে সেখানে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ছেলে আরহাম। তাদের সাথে একান্তেই জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছেন তামিম। শ্রীলঙ্কা থেকে ছুটি নিয়ে তাই নিজের জন্মদিনে চলে গেলেন ভারতে। কাল মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে থাকবেন না এ ওপেনার।

অন্যদিকে সাকিব তার স্ত্রী উম্মে শিশিরকে নিয়ে গেছেন গলের সৌন্দর্য্য উপভোগ করতে। এছাড়া শততম টেস্টের একাদশে খেলা ক্রিকেটাররা কলম্বোর আশপাশে ঘোরাঘুরি করে সময় কাটিয়েছেন। মুশফিক অবশ্য তার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন। হয়তো কলম্বোর আশপাশটা ঘুরে দেখবেন তিনি।

শততম টেস্ট জয়ের দুই সদস্য ইমরুল কায়েস ও শুভাশীষ রায় সারাদিন হোটেলে থেকে দুপুরে বের হয়েছেন কলম্বোর বিখ্যাত ক্রেসক্যাট ফুড কোর্টে। সেখানেই দুপুরের খাবার খেয়েছেন তারা। সব মিলিয়ে অনেকটাই অবসরে কাটছে শততম টেস্ট জয়ের নায়কদের। মঙ্গলবার ঘাম ঝরানো ম্যাচ দিয়ে মূলত ওয়ানডে সিরিজে টাইগারদের আসল প্রস্তুতি শুরু হবে।

রবিবার ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তামিম। জন্মদিনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে তামিমের জন্য। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের শততম টেস্টের ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় অবদান তার।

সাকিবও কম নয়, শততম টেস্টে সেঞ্চুরি ও ৬ উইকেট নিয়ে নতুন মাইলফলকে পৌঁছান তিনি। সেই হিসেবে আনন্দটা তার প্রাপ্যই।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো