X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইসিসি চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করতে চায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৭, ১১:০২আপডেট : ২১ মার্চ ২০১৭, ১১:২৮

আইসিসি চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করতে চায় বিসিসিআই আইসিসির নতুন গঠনতন্ত্র নিয়ে বেশ আগে থেকেই বিরোধী মনোভাবে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্বাভাবিকভাবেই তিন মোড়লের এক মোড়ল এই বোর্ড নিজেদের সুবিধা বাড়াতেই এর বিরুদ্ধে অবস্থা নেয়। তাই আসন্ন বোর্ড সভার আগেই নতুন গঠন তন্ত্রে সংযোজন-বিয়োজন এবং একই সঙ্গে নিজেদের পর্যবেক্ষণের এক তালিকা আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই।

পাঠানো সেই তালিকায় বিশেষ করে নজর দেওয়া হয়েছে রাজস্ব ভাগাভাগির বিষয়ে। যেখানে আগে থেকেই নতুন এই গঠনতন্ত্রে একমত ছিল না তারা। তাই এর পরিবর্তনের পক্ষে বেশ কিছু সুপারিশও করেছে বিসিসিআই। একই সঙ্গে আইসিসি চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করারও বেশ কিছু সুপারিশ করেছে ভারতীয় বোর্ড।

শশাঙ্ক মনোহর হঠাৎ করেই নিজের মেয়াদ শেষের আগে চলে যাওয়ায় এখনও এর করণীয় ঠিক করতে পারেনি আইসিসি। তাই ‍সুপারিশে তারা এই বিষয়টিকেও প্রাধান্য দিয়েছে। আইসিসি চেয়ারম্যানের ক্ষমতা সংক্রান্ত সুপারিশগুলো হলো-

১. আগের মতো স্বাধীন চেয়ারম্যান কোনও গোপন ব্যালটে নির্বাচিত হবেন না। স্বচ্ছ প্রক্রিয়াকে প্রাধান্য দিয়েই আইসিসির অনুচ্ছেদে সংযোজন করা উচিত।

২. কোনও চেয়ারম্যান তার মেয়াদের আগেই সরে গেলে নতুন চেয়ারম্যান সেই মেয়াদেই দায়িত্ব প্রাপ্ত হবেন। তাকে নতুন কোনও মেয়াদে রাখা হবে না।

৩. চেয়ারম্যান ভারপ্রাপ্ত বা পূর্ণকালীন হলেও বোর্ড সভায় তার ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না। কারণ এই পদ স্বাধীন আর বোর্ড সভা সদস্যদের দ্বারাই পরিচালিত।

৪. প্রধান নির্বাহী সব সময় বোর্ডের কাছে দায়বদ্ধ থাকবেন, চেয়ারম্যানের কাছে নয়।

৫. চেয়ারম্যানের কোনও আরোপিত ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা থাকবে শুধু প্রধান নির্বাহী ও আইসিসি বোর্ডের।

৬. চেয়ারম্যান কোনও সভা ডাকতে পারবেন না। বোর্ডই এর ক্ষমতা রাখতে পারবেন।   

অবশ্য এর আগে ফেব্রুয়ারিতে গঠনতন্ত্রের প্রস্তাবগুলো নীতিগতভাবে পাশ হলেও এপ্রিলের সভায় সেগুলো আলাদাভাবে পাশ করাতে ভোটের প্রয়োজন হবে। তখনই এর চূড়ান্ত রূপ বুঝা যাবে।–ক্রিকইনফো।  

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ