X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যে ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কান ক্রিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৯:৩২আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:৪৭

যে ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কান ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারে বড় ধাক্কাই খেয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। খেলোয়াড়দের একাগ্রতা, তাদের ম্যাচ ফি, দুর্বল ফিল্ডিং এবং ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো পরিবর্তনের কথা উঠেছে শ্রীলঙ্কান ক্রিকেটের হর্তাকর্তাদের আলোচনায়। 

শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা, প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া, টেস্ট অধিনায়ক রঙ্গনা হেরাথ  ও ম্যানজোর অশাঙ্কা গুরুসিনহা বসেছিলেন সিরিজের ‘ময়নাতদন্ত’ করতে। হেরাথ প্রথমেই অস্বীকার করেছেন যে তার খেলোয়াড়রা মোটেই হালকা মেজাজে ছিলেন না। কিন্তু চতুর্থ দিনে যখন শ্রীলঙ্কা ব্যাট করছিল, তখন সাত নম্বর ব্যাটসম্যান থেকে পরের ব্যাটসম্যানদের ম্যাচ শুরুর ‘আধা ঘণ্টা আগে মাঠে আসলেই চলবে’, টিম ম্যানেজমেন্টর এমন সিদ্ধান্ত হালকা মেজাজের পরিচয় কিনা তা নিয়ে আলেচনা হয়েছে সভায়।

এক টেস্ট খেলে শ্রীলঙ্কান প্রতিটি খেলোয়াড় পান সাড়ে সাত হাজার ডলার। তাদের দায়িত্ববোধ নিয়ে কথা উঠেছে, খেলোয়াড়দের দৈহিক ভাষায় ছিল না যথাযথ আক্রমণাত্মক ধারা এমনটি নজরে পড়েছে অনেকের। হারের পর অধিনায়ক হেরাথ যখন বিমর্ষ, তখন নাকি নতুন কয়েক খেলোয়াড়কে দেখা গেছে স্বাভাবিক।

ফিল্ডিংয়ে একসময় শ্রীলঙ্কা ছিল বিশ্বের সেরা, অথচ এখন বলা হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বাজে ফিল্ডিং দল! বেশ কয়েকটি ক্যাচ ছাড়ার কারণে শ্রীলঙ্কান হার ত্বরান্বিত হয়েছে বলে মত প্রকাশ করেছে সভাটি। তাছাড়া ক্যাচ ‘ড্রপ’ হলে জরিমানা করা যায় কিনা, এমন আলোচনাও করা হয়েছে সভায়। বলা হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা অনুশীলনে ফুটবল খেলতেই বেশি পছন্দ করেন, তারা ফিল্ডিং অনুশীলন করেন না। আর দক্ষিণ আফ্রিকান ফিল্ডিং কোচ নিক পোথাস টেস্টের পাঁচদিনের কোনও সময়ই নাকি ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলন করাননি। 

নিরোশান ডিকবিলার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ দুই ইনিংসেই তিনি ওয়ানডে শট খেলে বিদায় নিয়েছেন এবং দেখাতে পারেননি টেস্ট খেলার মেজাজ। এছাড়া তিনি দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর গ্যালারিতে বসা তার কিছু ভক্তদের উদ্দেশে হাতও নাড়েন, যেটি নজর এড়ায়নি অনেকের।

গত কয়েক বছর ধরে বন্ধ আছে শ্রীলঙ্কার প্রাদেশিক টুর্নামেন্ট। চারদিনের এই ক্রিকেট আসরটি চালু করার উদ্যোগ নিতে বলা হয়েছে সুমাথিপালাকে। সুমাথিপালা ক্লাব ক্রিকেট নিয়েই বেশি ব্যস্ত, এদিকে তার নজর দেওয়ার সময় নেই কেন, সেই প্রশ্ন উঠেছে। 

বাংলাদেশের শততম টেস্ট জয় শ্রীলঙ্কার জন্য বড় এক ঝড় হিসেবেই বিবেচিত হচ্ছে। যে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে তাদের ক্রিকেট।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়