X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জেমকন গলফে চ্যাম্পিয়ন দুলাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১৫:৫৮আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৫:৫৮

জেমকন পেশাদার গলফের বিজয়ীদের সঙ্গে প্রধান অতিথি ও অন্যরা জেমকন পেশাদার গলফের শিরোপা জিতেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় গলফার মোঃ দুলাল হোসেন। আজ বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ফাইনাল শেষে দুলাল -১৫ পারে খেলা শেষ করে শিরোপা জিতে নেন। দুলাল পান ১ লাখ ৪৩ হাজার টাকার প্রাইজ মানি। প্রতিযোগিতায় মোট প্রাইজ মানি ছিল ১০ লাখ টাকার। 

দেশের আরেক খ্যাতিমান গলফার জামাল হোসেন মোল্লা -১২ পার খেলে দ্বিতীয় ও জাকিরুজাজামান -৫ পারে তৃতীয় হন। 

প্রতিযোগিতায় দেশের শীর্ষ ৬৫ জন গলফার ছাড়াও দশজন শৌখিন ১১ জন সহযোগী সদস্য খেলেন। মেয়েদের বিভাগে সেরা নাসরিন আকতার। টুর্নামেন্টের অন্যতম আলোচিত ঘটনা ছিল আহসানের হোল ইন ওয়ান বা এক শটেই শেষ করা। এজন্য তাকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়। 

প্রধান অতিখি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লে: কর্নেল (অব:) ফারুক খান। তিনি জেমকন গ্রুপ ও বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান, ‘বাংলাদেশের গলফ ধীরে ধীরে বিকশিত হচ্ছে। জেমকন দীর্ঘদিন ধরেই করে আসছে গলফের পৃষ্ঠপোষকতা, এজন্য তারা প্রশংসার দাবিদার। আর অ্যাসোসিয়শেন এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড়দের মানোন্নয়নে ভূমিকা রাখছে।’

দুলাল হোসেনকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। তিনি বলেন গলফের সঙ্গে জেমকন গ্রুপের সংশ্লিষ্টতা অব্যাহত থাকবে, ‘জেমকন গ্রুপের পৃষ্টপোষকতায় এ পর্যন্ত কুর্মিটোলায় দশটি ও যশোরে চারটি গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি গলফ বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে ভুমিকা রাখবে এবং ইতোমধ্যেই তার প্রমাণ গলফাররা রেখেছে। জেমকন গ্রুপ গলফের সঙ্গে ছিল ও থাকবে।’ 

জেমকন গ্রুপ আন্তর্জাতিক অঙ্গনে দুলাল হোসেনের স্পনসর। দুলাল তাই জেমকন গ্রুপকে ধন্যবাদ দিতে ভোলেননি, ‘স্পনসর ছাড়া একজন গলফারের টিকে থাকা কঠিন। জেমকন গ্রুপ গত ৯ বছর ধরে আমাকে স্পনসর করছে। তাদের পৃষ্টপোষকতায় আমি নিজেকে বিকশিত করেছি, আমি আরও শিরোপা জয় করতে চাই।’ 

অনুষ্ঠানে জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশন সভাপতি আসিফ ইসমাইল, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জিএম কামরুল ইসলামসহ গলফ সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন।

/আরএম/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা