X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজের আমন্ত্রণ পাকিস্তানের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৯:১০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২১:১৯

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজের আমন্ত্রণ পাকিস্তানের! কোনও ঝামেলা ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল আয়োজনের পর এবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে চাইছে পাকিস্তান। এ জন্য টাইগারদের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সামনের জুলাই-আগষ্টে পাকিস্তান আসতে পারে বাংলাদেশ সফরে। ওই সফরের আগে পাকিস্তান তাদের দেশে চাইছে বাংলাদেশকে। চ্যাম্পিয়নস ট্রফির আগে মে মাসে তারা দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় বলে খবর পাকিস্তানি দৈনিক ‘ডন’-এর। পত্রিকাটির দাবি, ৫ মার্চ পিএসএল ফাইনালের সফল আয়োজনের পর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। লাহোরের ফাইনালে বিদেশি খেলোয়াড়রা কোনও বিপদ ছাড়াই খেলে যাওয়ায় পিসিবি এখন ম্যাচ আয়োজনে আরও বেশি আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলতে চাইছে টি-টোয়েন্টি সিরিজ।

যদিও এই আমন্ত্রণের খবরটা এক তরফা ‘আগ্রহ’ই বলে জানা গেছে পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, আনুষ্ঠানিক কোনও প্রস্তাব পাননি তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ‘বাংলা ট্রিবিউন’কে নিশ্চিত করেছেন, ‘দুই দেশের বোর্ডের মধ্যে অনেক আলোচনাই হয়। তবে এটা পাকিস্তানের নিজস্ব চিন্তা-ভাবনা। আমরা আনুষ্ঠানিকভাবে কোনও আমন্ত্রণ পাইনি।’

বাংলাদেশের পাকিস্তান সফরের আলোচনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। পিএসএল ফাইনালের পর পিসিবির কর্তা নাজাম শেঠি তো স্পষ্টই বলে দিয়েছিলেন, নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ক্রিকেট বিশ্বের বড় কোনও দল না গেলেও ইতিমধ্যে সফর করেছে জিম্বাবুয়ে, কেনিয়া ও আফগানিস্তান। পিসিবি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সফরের কথা বললেও দুটো সিরিজই ভেস্তে যায় বোমা বিস্ফোরণের ঘটনায়।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী