X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওয়ানডে সিরিজের আগে ফুরফুরে মেজাজে মাশরাফিরা

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৩ মার্চ ২০১৭, ২১:৫২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২১:৫২

সাব্বিরের সেলফি কলম্বোর প্রথম পর্ব শেষ করে মাশরাফিরা এখন ডাম্বুলায়। বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কার এই শহরে পা রেখেছে টাইগাররা। পুরো দিন অবকাশ যাপনের মতো করেই কাটিয়েছে ক্রিকেটাররা।

ছিল না হাথুরুসিংহের বাড়তি কোনও চাপ। খেলোয়াড়রা নিজের মতো করে জিম করেছেন। জিম শেষে হোটেলের সুইমিং পুলে খানিকটা সময় কাটিয়েছেন তারা। তবে শুক্রবার মাশরাফিরা ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এদিন সফরকারী দল কৃত্রিম আলোতে অনুশীলন করবে। ডাম্বুলাতে অনুষ্ঠিত প্রথম দুটি ওয়ানডে দিবারাত্রির। এই কারণেই হাথুরুসিংহে তার শিষ্যদের কৃত্রিম আলোতে অনুশীলন করাবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বাংলা ট্রিবিউন’-এর সঙ্গে কথা হয় সানজামুল ইসলাম ও নুরুল হাসান সোহানের। প্রথমবার জাতীয় দলের সুযোগ পাওয়া সানজামুল ইসলাম সময়টা বেশ উপভোগ করছেন। বুধবার প্রস্তুতি ম্যাচে সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন বাঁহাতি এই স্পিনার। প্রস্তুতি ম্যাচ নিয়ে সানজামুল বলেছেন, ‘চেষ্টা করেছি নিজের শতভাগ দিয়ে খেলার। মূল ম্যাচে সুযোগ পেলে আরও ভালো খেলোর চেষ্টা করব। আমি সময়টাকে খুব উপভোগ করছি। কোনও চাপ নিচ্ছি না।’

লিটন দাস ইনজুরিতে না পড়লে শততম টেস্টেও কিপিং করা হতো না মুশফিকের। ওয়ানডেতে তিনি উইকেটের পেছনে থাকবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। কারণ অনুশীলন ম্যাচে কিপিং করেছেন নুরুল হাসান, ব্যাটিং করেছেন আবার মুশফিক। তা ছাড়া গত দুই দিন রিচার্ড হ্যালসেল নুরুলকে নিয়ে বাড়তি অনুশীলন করিয়েছেন। সব মিলিয়ে তৈরি নুরুল হাসান, ‘সব সময়ই তো তৈরি থাকি।’ প্রস্তুতি ম্যাচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস তার, ‘সবাই রান করাতে ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি সিরিজটা জয় দিয়েই শুরু করতে পারব।’

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও আত্মবিশ্বাসী ওয়ানডে সিরিজ নিয়ে। টেস্ট সিরিজের সাফল্যে দলের সবাই সতেজ মনে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বলে তার মত, ‘সতেজ তো অবশ্যই। কারণ একটা টেস্ট জেতা সঙ্গে সিরিজ ড্র করা। ও রকম একটা পরিস্থিতি থেকে একটা টেস্ট ম্যাচ জেতা বড় পরিস্থিতি ছিল।’ সঙ্গে যোগ করলেন, ‘টেস্ট দলের অনেক খেলোয়াড়ই আছে ওয়ানডে দলে। আমরা বিশ্বাস করি ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলি। এর মধ্যে প্রাপ্তির খাতা যোগ হয়েছে টেস্ট  জয়।  প্রথম টেস্টে ভালো করিনি, এরপরও ছেলেরা যেভাবে কামব্যাক করেছে, সেটা প্রশংসার দাবিদার। ওয়ানডেতে আমরা দারুণভাবে শুরু করব, সেই বিশ্বাস আমাদের কাছে।’

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর কলম্বোতে ফিরে আসবে বাংলাদেশ। ওখানে শেষ ওয়ানডে হবে কলম্বোর এসএসসি মাঠে। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচও হবে কলম্বোতে ২ ও ৬ এপ্রিল।

এদিকে বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজকে ১৭তম সদস্য হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। লঙ্কান দলে বাঁহাতি ব্যাটসম্যানদের সংখ্যা বেশি থাকায় মিরাজের অন্তর্ভুক্তি। দলে শুভাগত হোম থাকলেও প্রস্তুতি ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ হওয়ায় বিকল্প ভাবনা হিসেবেই মিরাজকে নেওয়া।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়