X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিরাজের নতুন অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৪ মার্চ ২০১৭, ১৯:৪৫আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৯:৪৭

মিরাজের নতুন অভিজ্ঞতা একদিনের ব্যবধানে মেহেদি হাসান মিরাজের শরীরের ওপর দিয়ে বড় ধরনের ধকলই গেছে! ২৪ ঘণ্টায় মিরাজ প্রায় ৩ হাজার ১৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন! এই সময়টাতে ২০ বছর বয়সী এই অলরাউন্ডার এক কলম্বো থেকে খুলনা, সেখান থেকে আবার কলম্বো। শ্রীলঙ্কার রাজধানী পেরিয়ে এরপর তিনি বৃহস্পতিবার রাত ১২ টায় ডাম্বুলাতে যোগ দিয়েছেন টিমের সঙ্গে।

টানা এত জার্নির পরও ঠিক আছেন মিরাজ। তবে এই অভিজ্ঞতাকে নতুন হিসেবেই দেখছেন টেস্ট ক্রিকেট আলো ছড়ানো অলরাউন্ডার।

শুক্রবার ওয়ানডে সিরিজের আগের দিন হাথুরুসিংহে তার শিষ্যদের কৃত্রিম আলোতে অনুশীলন করিয়েছেন। স্থানীয় সময় বেলা সাড়ে ৫টায় বাংলাদেশ দল অনুশীলন শুরু করে।

ঘড়ির কাঁটা তখন সোয়া পাঁচটায়। তামিম ইকবাল ড্রেসিংরুম থেকে বের হলেন। তাকে অনুসরণ করলেন মিরাজ। তবে ব্যাট-বল হাতে নয়, খালি হাতেই মাঠে নামলেন। মূল উইকেটে পাশে দাঁড়িয়ে হেড কোচের সঙ্গে কি যেন কথা বললেন তরুণ এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ফিরে এলেন আবার ড্রেসিংরুমে।

খানিকবাদেই ফিরে আসলেন ব্যাট-গ্লাভস-প্যাড পড়ে। মুখের চওড়া হাসিই বলে দিচ্ছিল শনিবার বিকালে অভিষেক হতে যাচ্ছে মিরাজের! যদিও দুপুরে শেষ বারের মতো উইকেট দেখেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় নিশ্চিত করেই বলা যায় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হচ্ছে তার। মাশরাফি অবশ্য বিষয়টি এড়িয়ে গেলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়, সবাই মিলে এক সঙ্গে সিদ্ধান্ত নেব। যেটা দলের জন্য ভালো হয়। সেটাই আমরা করবো।’

হাথুরুসিংহের ফিরতি ডাকের আগেই বাংলা ট্রিবিউনের প্রশ্ন- এমন জার্নি কি নতুন অভিজ্ঞতা? আরও চওড়া হাসি দিয়ে মিরাজ বললেন, ‘এটা আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। হুম, লম্বা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। তারপরও খুব ভালো লাগছে। যদিও সুযোগ পাই, তাহলে বরাবরের মতোই ভালো খেলার চেষ্টা করব।’

গত বছর অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা মেহেদি হাসান মিরাজের লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২১টি। যার মধ্যে ব্যাট হাতে ৪৮১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৭ উইকেট। সব মিলিয়ে টেস্টের অভিজ্ঞতা এবং লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা দারুণভাবেই কাজে লাগাতে পারবেন বলে মনে করেন সুজন, ‘মিরাজ এই কন্ডিশনে খেলে গেছে। কন্ডিশন সম্পর্কে সে জানে। এ জন্য ওকে ফিরিয়ে আনা।’সবমিলিয়ে সবারই প্রত্যাশা টেস্টের মতো ওয়ানডেতেও আলো ছড়াবে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী