X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

র‌্যাংকিং নিয়ে ভাবছেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৪ মার্চ ২০১৭, ২০:৫৪আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:০০

র‌্যাংকিং নিয়ে ভাবছেন না মাশরাফি মাশরাফি কোনও সময়ই র‌্যাংকিং নিয়ে ভাবেন না। তার মতে, ভালো ক্রিকেট খেলতে থাকলে এমনিতেই র‌্যাংকিংয়ে উন্নতি আসবে। তবে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে শুক্রবার আবারও র‌্যাংকিং নিয়ে করা প্রশ্নের মুখোমুখি হতে হলো সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ককে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০১৯ সালের বিশ্বকাপের পথটা সহজ করার সুযোগ বাংলাদেশের সামনে। অবশ্য উল্টোটাও হতে পারে! ডাম্বুলার প্রথম ওয়ানডের আগে শ্রীলঙ্কা ৯৮ পয়েন্ট নিয়ে আছে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। আর ৯১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান সাত নম্বরে। র‌্যাংকিংয়ের অবস্থান পাল্টে যেতে পারে এই সিরিজের ফলে। যাতে সামনের বিশ্বকাপের পথটাও হয়ে যেতে পারে তৈরি। ৩০ সেপ্টেম্বর আইসিসির প্রকাশ করা র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের সঙ্গে শীর্ষে থাকা সাত দল সরাসরি জায়গা কর নেবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্ব।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলে সাত নম্বর থেকে আটে নেমে যাবে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ হারলে মাশরাফিদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৮-তে। তখন ৮৯ পয়েন্ট নিয়ে আট থেকে সাতে উঠে আসবে পাকিস্তান, আর বাংলাদেশ নেমে যাবে এক ধাপ নিচে।

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে যোগ হবে বাড়তি ২ পয়েন্ট, তখন মাশরাফিদের পয়েন্ট হবে ৯৩। শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জিতলেও বাংলাদেশের পয়েন্টে কোনও নড়চড় হবে না। এখনকার মতো ৯১ পয়েন্ট নিয়ে থাকবে সাত নম্বরেই। তাই শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটা ম্যাচ জেতা বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মাশরাফি অবশ্য এত কিছু ভাবছেন না, ‘ওটা (র‌্যাংকিং ও বিশ্বকাপ) মাথায় রাখলে চাপ বেড়ে যাবে, তখন স্বাভাবিক খেলা কঠিন হবে। আমরা যদি স্বাভাবিক খেলা খেলি, তাহলে এমনিতেই সব হয়ে যাবে। সাতে উঠার সময় কিন্তু আমরা অন্য কিছু ভাবিনি।’

এই সিরিজ জিতলে সরাসরি বিশ্বকাপে যাওয়ার পথটা সহজ হবে বাংলাদেশের। মাশরাফি সেটা জানেনও, আর সে কারণেই বললেন, ‘এটা আসলে আমাদের মনে সব সময়ই থাকে। কিন্তু শুধুমাত্র ২০১৯ বিশ্বকাপের চিন্তা নিয়ে থাকলে সেটা আমাদের ওপর চাপ হয়ে যাবে। আমি মনে করি, এখন যা হচ্ছে, সেটা খেলাই উপভোগ করছে খেলোয়াড়রা।’ সঙ্গে যোগ করলেন, ‘দীর্ঘদিন দেশের বাইরে ওয়ানডে না খেলার পর আমরা নিউজিল্যান্ডে তিনটি খেলে তিনটিই হেরেছি। তাই এখানে আমাদের ভালো খেলতে হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা