X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তামিমদের প্রশংসায় ভাসালেন চান্ডিমাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ০০:৪৮আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০০:৪৮

তামিমদের প্রশংসায় ভাসালেন চান্ডিমাল টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। তাদের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ ৩২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

ম্যাচ শেষে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দিনেশ চান্ডিমাল ব্যাখ্যা দিয়েছেন, কেন আগে ফিল্ডিং নিয়েছিলেন তারা। ব্যাখ্যায় অবশ্য বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়ে তিনি বলেছেন, ‘উইকেট বেশ শুষ্ক ছিল। তাই টসে জিতে বোলিং করতে চেয়েছিলাম আমরা। শুরুতে এখানে বোলারদের কিছুটা সুবিধা পাওয়ার কথা ছিল। তবে কৃতিত্ব আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দিতে হবে। তারা দারুণ শুরু করেছে।’

বাংলাদেশের বিপক্ষে হারের পেছনে অভিজ্ঞতার ঘাটতিকে দায়ী করছেন চান্ডিমাল, ‘আমাদের দলটা তরুণ। যখন সবাই অভিজ্ঞ হয়ে উঠবে, তখন ভালো সম্ভাবনা তৈরি হবে। এই দলের বেশ কিছু সুযোগের প্রয়োজন। সবাই দ্রুত শিখছে। আশা করি পরের ম্যাচে ফিরতে পারব আমরা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, ফল পেতে তাই আমাদের কিছু সময় লাগবে। আমরা চেষ্টা করছি এবং ভালো কিছু করতে সামনের দিকে তাকিয়ে আছি।’

ইনজুরির কারণে অ্যাঞ্জেলো ম্যাথুজ ওয়ানডে স্কোয়াডে নেই। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছাড়া যে ভুগতে হয়েছে সেটাও স্বীকার কররেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘ম্যাথুজ আমাদের সেরা ব্যাটসম্যান। তাকে না পাওয়াটা অবশ্যই দুর্ভাগ্যের।’

টেস্ট সিরিজে বাজে ফিল্ডিংয়ের কারণে খেসারত দিতে হয়েছিল লঙ্কানদের। শনিবার প্রথম ম্যাচে বাজে ফিল্ডিং অব্যাহত ছিল লঙ্কানদের। তবে আগামী ম্যাচে স্বাগতিকরা ঘুরে দাঁড়াবে বলে মনে করেন চান্ডিমাল, ‘ফিল্ডিং নিয়ে আমরা অনেক কাজ করছি। তারপরও বেশ কিছু ভুল হয়ে যাচ্ছে। শেষ দুই ম্যাচে আমরা এই বিভাগে উন্নতি করতে চাই।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে