X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোচ-অধিনায়কের বার্তাতেই তামিমের এই ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ০৩:৪৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০৩:৪৭

কোচ-অধিনায়কের বার্তাতেই তামিমের এই ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল। ১২৭ রান করার পথে শহীদ আফ্রিদিকে টপকে ডাম্বুলার সর্বোচ্চ ইনিংসের মালিক এখন তিনি। এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি।

ব্যক্তিগত ৪০ রান নিয়ে যখন ব্যাটিং করছিলেন তামিম, ওই মুহূর্তে বেশ ভুগতে হয়েছিল এই ওপেনারকে। ড্রেসিংরুম থেকে মাশরাফি-হাথুরুসিংহের বার্তাতেই মূলত বদলে যান তামিম। সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন তামিম, ‘একটা সময় আমি কিছুটা সংগ্রাম করছিলাম। তখন ড্রেসিংরুম থেকে একটা বার্তা পেয়েছিলাম, ব্যাটিং চালিয়ে যাও, যতটা সময় সম্ভব ব্যাটিংয়ের চেষ্টা কর। সেটা আমি সফলভাবে করতে পেরেছি, আমি খুব খুশি।’ কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘উইকেট শুরু থেকেই খানিকটা মন্থর ছিল। কিছু বল স্কিড করছিল, কিছু বল থামছিল।’

তামিম যখন ৪০ রানে, তখন দ্বাদশ খেলোয়াড় ইমরুল ড্রেসিংরুম থেকে বার্তা নিয়ে চলে গেলেন তার কাছে। খানিক পরেই বদলে গেলেন তামিম। শেষ পর্যন্ত খেলেছেন ১২৭ রানের অসাধারণ এক ইনিংস। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল, কার কাছ থেকে বার্তা পেয়েছিলেন? উত্তরে তামিম বললেন, ‘আমি যখন ৪০ রানে ছিলাম, তখন মনে হচ্ছিল আমি স্ট্রাইক রোটেট করতে পারছিলাম না। তারা ওই সময়ে ভালো বোলিং করছিল। তা ছাড়া সময়টা এমন ছিল যে, ওই সময় যদি আমরা একটা উইকেট হারাতাম, তাহলে হয়তো বড় স্কোর করা সম্ভব হতো না। ওই সময় ড্রেসিংরুম থেকে কোচ ও অধিনায়ক বার্তা পাঠান।’ সঙ্গে যোগ করলেন, ‘মাশরাফি ভাই বারবার বাইরে বেরিয়ে এসে আমাকে বুঝাচ্ছিলেন বড় ইনিংস খেল। সব সময় আপনার মনের মত করে সব হবে না। আমিও চেষ্টা করেছিলাম, কিভাবে ইনিংসটাকে বড় করা যায়।’

তামিম-সাকিব প্রায় ১০ বছর ধরে খেলছেন। এই প্রথম তারা ১০০ ছাড়ানো রানের কোনও জুটি গড়লেন। শনিবার ডাম্বুলায় দুই বন্ধু মিলে ১৪৪ রানের জুটি গড়েছেন। এই জুটি গড়ার পথে সাকিব খেলেছেন ৭২ রানের ইনিংস। তামিম মনে করেন আরও কিছুটা সময় থাকলে সাকিবও সেঞ্চুরি পেতেন, ‘সাকিবের ইনিংসটি বিশেষকিছু। যেভাবে ও খেলছিল এক-দুই ওভার খেলতে পারলে নিজেও ১০০ রান পেতো।’

শনিবারের সেঞ্চুরি সহ তামিমের সেঞ্চুরি সংখ্যা আটটি। তার মধ্যে বিশেষ কোনটি এমন প্রশ্নে, তামিম জানালেন, ‘আমি সব সময় বলে এসেছি সব সেঞ্চুরি আমার কাছে সমান। সব সেঞ্চুরি আমার কাছে বিশেষকিছু। তবে এটাও বিশেষ এখানকার কন্ডিশনের কারণে। এই গরমে প্রায় ৪৭ ওভার ব্যাটিং করা খুব সহজ কাজ না। আমি রান করার পর যে সব ম্যাচ জিতেছি, সেগুলো সবই আমার কাছে স্পেশাল।’

২০০৭ সালে অভিষেকর পর এখন পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলেছেন তামিম। যেখানে তার সেঞ্চুরি আটটি। আর হাফসেঞ্চুরি ৩৪টি। তামিমের সামনে সুযোগ ছিল তার বেশ কয়েকটি হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার। কিন্তু তামিম অতীতে এটা না পারলেও এই মুহূর্তে এমন কিছু করার দিকেই মনোযোগী, ‘চাওয়ার তো কোনও শেষ নাই। আশা করব যে এ রকম যত সুযোগ আসবে, যত বেশি তার সদ্ব্যবহার করতে পারি। আমার শেষ যে রেকর্ডগুলা ছিল, ওটার দিকে তাকালে দেখবেন, আমি হয়তো ৫-৬টা সেঞ্চুরিতে রূপ দিতে পারতাম। কিন্তু পারিনি। এখন থেকে এটা সবসময় চেষ্টা থাকবে। হয়তো সেটা প্রতিদিন সম্ভব হবে না। তবে বেশিরভাগ দিনে সেটা যেন কাজে লাগাতে পারি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!