X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ডাম্বুলাতেই সিরিজ জিততে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ২০:১২আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২০:১২

মেহেদী হাসান মিরাজ ডাম্বুলায় প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচেই সিরিজটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। রবিবার বিকালে টিম হোটেলে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাংবাদিকদের জানালেন এ কথা।

ডাম্বুলাতে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। মিরাজ বলেছেন, ‘আশা তো করি ডাম্বুলাতেই সিরিজটা নিশ্চিত করতে পারব। তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলে আশা করি আমরা জিততে পারব।’

লঙ্কানদের বিপক্ষে অসাধারণ জয়ের রহস্য উন্মোচন করলেন মিরাজ, ‘ওয়ানডেতে সবাই সম্মিলতিভাবে পারফরম্যান্স করার চেষ্টা করেছে। তামিম ভাই সেঞ্চুরি করেছে। সাকিব ভাই, রুম্মান (সাব্বির) ভাই হাফসেঞ্চুরি করেছে। শেষ দিকে মোসাদ্দেক ও রিয়াদ ভাই ভালো ফিনিশিং করেছে। এ কারণে আমরা ৩০০’র উপরে রান করতে পেরেছি। পরে বোলার-ফিল্ডাররা ভালো করেছে। শুভাগত ভাই অসাধারণ দুটি ক্যাচ ধরেছে। এই যে আমাদের দলের সমন্বয়; এটাই কিন্তু আমাদের ভালো ফলাফল এনে দিচ্ছে।’

সিরিজ নিশ্চিত করেই দল জয় উদযাপন করবে বলে জানালেন এ অলরাউন্ডার, ‘উদযাপন যথেষ্ট হয়েছে। ম্যাচ জিতে আমাদের অনুভূতি অসাধারণ। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারব না। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করব। তবে এটা ঠিক, একটা ম্যাচ জিতে আমাদের ভালো লেগেছে। মূল প্রত্যাশা সিরিজ জেতা।’

ম্যাচ জেতার পর সাধারণত বাংলাদেশ দল ‘আমরা করব জয়’- গানটা ড্রেসিং গেয়ে থাকে। শনিবার ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই এই গানটা হয়েছে; তবে তামিমকে ঘিরে। মিরাজ জানান, ‘কালকে(শনিবার) তামিম ভাই ১০ হাজার রান পূরণ করলেন, সবাই তাকে অভিনন্দন জানিয়েছে। সিনিয়রদের কাজ দেখে জুনিয়ররাও অনুপ্রাণিত হচ্ছি।’

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা