X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টেস্ট নয়, ওয়ানডে অভিষেককে এগিয়ে রাখছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ২০:২১আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২০:২১

মেহেদী হাসান ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। অভিষেক ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের গুড়িয়ে দিয়ে ৭ উইকেট তুলে নেন মিরাজ। প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন একটিমাত্র উইকেট। মিরাজের সাফল্যের পরও দ্বিতীয় ইনিংসে সামান্য ভুলে ম্যাচটি হারে বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচে ভালো খেলেও দল হারায় কিছুটা হতাশ ছিলেন মিরাজ।

আর প্রায় ৫ মাস পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট অভিষেক হয় মিরাজের। টেস্টের চেয়ে ওয়ানডে অভিষেক ম্যাচটাকে এগিয়ে রাখছেন তিনি। কেন না দুই উইকেট প্রাপ্তির পাশাপাশি দল জিতেছে। এমন মুহূর্তে ওয়ানডে অভিষেকটাকেই ভালো মনে হচ্ছে তার।

টেস্ট আর ওয়ানডে ডেব্যু তুলনা করলে কোনটাকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নে মিরাজ বলেছেন, ‘দুইটাই স্বপ্নের মতো হয়েছে। টেস্টে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট (আসলে ৭ উইকেট) নিয়েছি। কিন্তু ম্যাচটা আমরা জিতিনি। কিন্তু ওয়ানডেতে জিতেছি। আমার কাছে মনে হয়, ওয়ানডে অনেক ভালো হয়েছে। যে রকম চেয়েছিলাম, টেস্ট ও ওয়ানডে; দুই অভিষেকই তেমন হয়েছে। এখন এটা ধরে রাখতে হবে।’

তিনি আরও যোগ করেছেন, ‘সামনে আরও বড় সাফল্য অর্জন করার চেষ্টা করব। দেশের হয়ে বড় কিছু করার চেষ্টা করব।’

জাতীয় দলে টিকে থাকতে হলে বোলিংয়ের আরও উন্নতি আনতে হবে বলে মনে করেন মিরাজ, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে টিকে থাকতে গেলে দিন দিন উন্নতি করতে হবে। কারণ প্রতিপক্ষ আমাকে নিয়ে গবেষণা করবে। আমার দুর্বলতা খুঁজে বের করে আনবে। সুতরাং একই জায়গায় থেমে থাকলে হবে না। প্রতিনিয়ত আমাকে কষ্ট করতে হবে।’

/আরআই/এফএইচএম/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা