X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঘাসের উইকেটে ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৭ মার্চ ২০১৭, ১৭:২৪আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:২৪

ডাম্বুলা বাংলাদেশে ও শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডের উইকেটে ঘাস থাকছে। ম্যাচের আগের দিন উইকেটে হালকা ঘাস দেখা গেছে। মঙ্গলবার ম্যাচ শুরু হওয়ার আগে উইকেটের কী অবস্থা হয়, সেটাই এখন দেখার বিষয়।

উইকেটে ঘাস থাকলে পেসারদের জন্য বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়ে। শ্রীলঙ্কা এরই মধ্যে স্কোয়াডে আরও দুইজন পেসারকে তালিকাভুক্ত করেছেন। অভিজ্ঞ নুয়ান কুলাসেকারার সঙ্গে যোগ হয়েছেন নুয়ান প্রদীপ। হুট করে একাদশে দুইজন পেসার সংযোজন করার পর ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে উইকেট কেমন হচ্ছে? প্রশ্নটা জনে জনে ঘুরপাক খাচ্ছে।

ঘাস থাকলেও এই ধরনের উইকেটে ব্যাটসম্যানদের জন্য সমান সুবিধা থাকে। সেক্ষেত্রে স্পিনারদের কিছুটা ভাগ্যের সহায়তার প্রয়োজন হয়।

তারপরও অধিনায়ক মাশরাফি কিছুটা দ্বিধান্বিত উইকেট দেখে, ‘উইকেটন কেমন আচরণ করবে, বলা খুব কঠিন। আগের উইকেট থেকে মাঝখানে একটু ঘাস বেশি মনে হয়েছে। এটা বোলারদের কতুটুক সাহায্য করবে সেটা বলা কঠিন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ওরা দুজন নতুন পেসার নিয়েছে। এক্ষেত্রে উইকেটে ঘাস থাকতেই পারে।’

উইকেটে ঘাস থাকলেও মাশরাফি মনে করেন এখানে ব্যাটসম্যানদের রান করা খুব একটা কঠিন কিছু নয়, ‘আমার কাছে মনে হচ্ছে ভালো ব্যাটিং উইকেট এখনও। তারপর কালকে (মঙ্গলবার) বোঝা যাবে ঘাস কতটুকু আছে। উইকেট কী অবস্থায় আছে, পানি কতটুকু দিয়েছে, সফট বা হার্ড আছে কিনা। এগুলো আসলে ম্যাচের দিন ভালোভাবে বোঝা যাবে। এখন পর্যন্ত বলার মতো কোনও কিছু দেখিনি।’

প্রথম ম্যাচে বাংলাদেশের তিনজন বোলার একাদশে খেলেছেন। সবাই কম বেশি সাফল্য পেয়েছেন। সবচেয়ে বেশি ভালো করেছেন অধিনায়ক মাশরাফি ও কাটার মাস্টার মুস্তাফিজ। মাশরাফি ৩৫ রানে দুটি এবং মুস্তাফিজ ৫৬ রানে তিনটি উইকেট নিয়েছেন। তাসকিন নিয়েছেন একটি উইকেট। ঘাসের উইকেট থাকাতে মাশরাফি-তাসকিন দুইজনের জন্য বাড়তি সুবিধা কতখানি পাওয়ার প্রত্যাশা করছেন এমন প্রশ্নে অধিনায়ক বলেছেন, ‘বলা খুব কঠিন। নির্ভর করে। বোলার যারা আছে সবারই আত্মবিশ্বাস ভালো আছে। যে রকমই উইকেট থাকুক আমাদের এই দলের বোলারদের উইকেটের সঙ্গে মানিয়ে খেলার সামর্থ্য আছে আমার বিশ্বাস। আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া