X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে ভারতের নাগালে জয়

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৭:৪৪আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:৪৪

রেনশকে ফেরানোর পর উমেশের সঙ্গে সতীর্থদের উল্লাস ভারতকে প্রথম ইনিংসে ৩৩২ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু কল্পনা করতে পারেনি তাদের সামনে কী হতে চলেছে! স্বাগতিকদের চেয়ে  পেছনে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং ধসের মুখোমুখি হলো অস্ট্রেলিয়ানরা। তৃতীয় দিন শেষে অনেকটা নিশ্চিন্তে বলা যায়, জয় ভারতের নাগালে।

৬ উইকেটে ২৪৮ রানে সোমবার মাঠে নেমেছিল ভারত। ১৬ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা, আর ঋদ্ধিমান সাহা ১০ রানে। দুজনে বেশ দেখেশুনে খেলেছেন আরও কিছু সময়। দলীয় ৩১৭ রানে জাদেজাকে (৬৩) বোল্ড করে এ জুটি ভাঙেন প্যাট কামিন্স।

এর পর আর বেশি লম্বা হয়নি ভারতের ইনিংস। ভারতের শেষ উইকেট কুলদ্বীপ যাদবকে আউট করে নাথান লিওন ক্যারিয়ারে নবমবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এ অস্ট্রেলিয়ান স্পিনার ৩৪.১ ওভারে ৫ মেডেনসহ ৯২ রান দিয়ে নেন ৫ উইকেট। তিনটি গেছে কামিন্সের ঝুলিতে।

পাঁচ উইকেট নেওয়ার পর বল হাতে লিওনের উদযাপন ৩২ রানে এগিয়ে থেকে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে মাত্র ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শুরুর এ ধাক্কা কেউ সামাল দিতে পারেনি।

পিটার হ্যান্ডসকম্ব ও গ্লেন ম্যাক্সওয়েলের ৫৬ রানের জুটি ভারতের উদযাপনে কিছুটা বিরতি দিয়েছিল। দলীয় ৮৭ রান থেকে আবার শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ৫০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিনের সঙ্গে সমানতালে অবদান রাখেন পেসার উমেশ যাদব। তিনজনই তিনটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ানদের দ্বিতীয় ইনিংস ১৩৭ রানে গুটিয়ে গেলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৬ রানের। সেই লক্ষ্যে শেষ সেশনে ৬ ওভার খেলেছে স্বাগতিকরা। কোনও উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ১৯ রানে। আর দরকার ৮৭ রান, হাতে ১০ উইকেট। বিশাল অঘটন না ঘটলে জয় ভারতের, সঙ্গে সিরিজটাও। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই