X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডাম্বুলাতেই সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৭ মার্চ ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:৪৪

ডাম্বুলাতেই সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন মাশরাফি তিন বিভাগে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থেকেই প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সেই ধারা অব্যহত রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ টাইগারদের সামনে। মাশরাফি অবশ্য মনে করছেন, ডাম্বুলাতেই সম্ভব সিরিজ জয়, ‘অবশ্যই। সেই সম্ভাবনা আছে। তার জন্য প্রথম ম্যাচে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে।’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারালেও মাশরাফি মনে করেন দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াই করতে হবে। তাইতো আগের ম্যাচ থেকে যতটা সম্ভব প্রত্যেককে সেরা ক্রিকেট খেলতে হবে, ‘আমার পুরোপুরি বিশ্বাস আছে আমরা আমাদের সেরাটা খেলতে পারলেই জিতব।’ তবে শ্রীলঙ্কার কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছেন মাশরাফি, ‘এটাসত্য তারাও অনেক জানপ্রাণ দিয়ে চেষ্টা করবে সিরিজ বাঁচিয়ে রাখতে। তারা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই তারা চাইবে প্রথম থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে এবং যেটা তারা খেলতে পারেও।’

তিনি আরও যোগ করেন, ‘প্রথম ম্যাচের আগে বলেছিলাম আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো প্রয়োগ করতে হবে। প্রথম ম্যাচে যেটা হয়েছে সেটা ভুলে আমাদের নতুন করে শুরু করতে হবে।’

শ্রীলঙ্কা কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে হারিয়ে কিছুটা খর্বশক্তির দল হলেও মাশরাফি মানেন না সেটা, ‘ওদের দুইহজন সেরা ক্রিকেটার সাঙ্গাকারা ও জয়াবর্ধনে অন্য পর্যায়ের ক্রিকেটার ছিলেন। তারপরও ওয়ানডেতে ওদের যারা আছে তারা ভালো খেলোয়াড়। উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল, থিসারা পেরেরাসহ আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা দীর্ঘদিন খেলছে। আমরা যখন ওদের অবস্থায় ছিলাম তখন কিন্তু আমরাও অনেক দলকে হারিয়ে দিয়েছে। এটা ওয়ানডে ক্রিকেটে হয়। উজ্জীবিত হয়ে যারা ভালো ক্রিকেট খেলতে পারে তাদের সুযোগ থাকে।’

ঘরের মাঠে ভালো খেলার পর বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ড সফর। সেখানে সাফল্য না পেলেও শ্রীলঙ্কাতে এসে সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশের। মাশরাফি মনে করেন এটা মাত্র শুরু। ভবিষ্যতে এই ধারা অব্যহত থাকবে আরও, ‘ইংল্যান্ড সিরিজের পর থেকেই বলেছিলাম, নিউজিল্যান্ড সফর থেকে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ শুরু হবে। নিউজিল্যান্ডে আমরা সুযোগ তৈরি করেও জিততে পারিনি। এখানে এসে আমরা প্রথম ম্যাচ ভালো করেছি। দ্বিতীয় টেস্ট ম্যাচও জিতেছি। প্রথম ওয়ানডে জিতেছি। আমার যেটা মনে হয় ধীরে ধীরে আমরা বিদেশের মাটিতে উন্নতি করছি। বাইরের দেশে গিয়ে একেবারেই সব জেতা যাবে না। এ উন্নতি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!