X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিওএ’র নির্বাচনে আলোচনায় মুনীর-হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২১:১২আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:১২

বিওএ’র নির্বাচনে আলোচনায় মুনীর-হারুন হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীরের আসন্ন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের (বিওএ) নির্বাচনে উপ-মহাসচিব পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া ও সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের নির্বাচনে অনুপস্থিতি ছিল ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয়।

আজ বিওএ ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সেটি জমা দেয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা। পৌঁনে ৫টার দিকে মুনীর একাই নিজ মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার গৌতম চন্দ্র পালের কাছে মুনীর যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন, কক্ষের অন্য পাশে দাঁড়ানো ক্রীড়াঙ্গনের পরিচিত কয়েকজন সংগঠক প্রশ্ন করলেন উনি কে? বছর খানেক আগে হকি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে স্থান পেয়ে বিওএ উপ-মহাসচিব পদে নির্বাচন করতে চলেছেন মুনীর, অথচ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক দেশের সেরা হকি খেলোয়াড়দের একজন আবদুস সাদেক করছেন সদস্য পদে নির্বাচন! 

উপ-মহাসচিব পদে  নন-অলিম্পিক ক্যাটাগরিরর একটি পদ রয়েছে।  যেখানে একমাত্র প্রার্থী নজীব আহমেদ, তিনি বিওএ’র প্যাট্রনের কাউন্সিলর। এখানে তিনি একমাত্র প্রার্থী হওয়াতে তিনি নির্বাচিত হতে চলেছেন। বাকি দুটি পদের জন্য ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জমান কোহিনুনের বিপক্ষে লড়বেন হকি ফেডারেশনের সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনীর ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। উল্লেখ্য, অপু এর আগে মহাসচিব পদে নির্বাচনের ঘোষণা দিয়েও তা থেকে সরে আসেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন স্কয়ার গ্রপের কর্ণধার অঞ্জন চৌধুরী পিন্টু ও মাহববু আরা গিনি। সহ-সভাপতি পদে পিন্টু নন অলিম্পিয়ান ও গিনি মহিলাদের জন্য সংরক্ষিত পদে একক  প্রার্থী।  বাকি তিনটি পদে লড়বেন চারজন, এরা হলেন- বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ, বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সভপতি নাজিম উদ্দিন চৌধুরী,  বাফুফের সহ-সভাপতি বাদল রায় ও মিজানুর রহমান মানু।

কোষাধ্যক্ষ পদে জমবে ভোটের লড়াই। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটিতে এই দায়িত্ব পালন করছেন। তার  প্রতিপক্ষ ইমতিয়াজ খান বাবুল, যিনি এতদিন ছিলেন উপ-মহাসচিব। 

ফুটবল ফেডারেশনের সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর নির্বাচন করছেন সদস্য পদে। এ বিভাগে অলিম্পিক অধিভুক্ত ফেডারেশনের ১৩টি পদেও জন্য লড়ছেন ১৪ জন। বিওএ’র আঞ্চলিক অ্যাসোসিয়েশনের তিনটি  সদস্য পদের জন্য জন্য লড়ছেন মর্তুজা রশিদি দারা, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, মাহমুদ জামাল, দেওয়ান শফিউল আরেফিন টুটুল। বিসিবির সাবেক পরিচালক ও আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক টুটুলের জন্য এটি একটি ’প্রেস্টিজ ইস্যু’।

হারুনুর রশিদ বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হওয়ার পর তার বিভিন্নমুখী ব্যস্ততার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন বলে শোনা গেলেও হারুন তা স্বীকার করেননি, বলেছেন, ‘আসলে ব্যস্ততা বেড়েছে,  এটি ঠিক; তবে এটি মুখ্য কারণ নয়। বিওএর নির্বাচনের অভ্যন্তরীণ পরিবেশ ভালো না, আমি এর চেয়ে বেশি কিছু বলব না’।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!