X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ১৭:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:১৪

লিওনেল মেসি চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে লিওনেল মেসির বিরুদ্ধে লাইন্সম্যানকে গালি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিষেধাজ্ঞার আশঙ্কায় পড়েছিলেন ২৯ বছর বয়সী। কিন্তু এর শক্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। যদিও ফিফা এ অভিযোগের ব্যাখ্যা চেয়েছে আর্জেন্টিনাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে।

এএফএ কর্মকর্তা আরমান্দো পেরেজের দৃঢ় বিশ্বাস মঙ্গলবার বলিভিয়ার মাঠে নিশ্চিত খেলবেন মেসি। গত বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল করেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু শেষদিকে তাকে খুব ক্ষুব্ধ দেখা গেছে। রেফারির সহকারী মার্সেলো ভ্যান গাসের দিকে তাকিয়ে চিৎকার করতে দেখা গেছে তাকে।

ম্যাচ শেষ হওয়ার পর মেসি হাত মেলাননি ওই লাইন্সম্যানের সঙ্গে। খুবই অসুখী দেখা গেছে তাকে। এ মুহূর্তগুলো রেফারির প্রাথমিক ম্যাচ রিপোর্টের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু ফিফা গত সোমবার এএফএ’র সঙ্গে যোগাযোগ করেছে এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে।

মেসি কোনও গালি দিয়েছে কি না সেটা ফিফা জানতে চেয়েছিল ম্যাচের রেফারি ও ওই সহকারী রেফারির কাছে। রেফারি সান্দ্রো রিক্কি বলেছেন, ‘আমি আপত্তিকর কোনও শব্দ মেসির কাছে শুনিনি। যদি শুনতে পেতাম তাহলে খেলার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম।’ ভ্যান গাসে যোগ করেছেন, ‘ওই সময় মেসি একটি ফাউল করেছিল, তখন সে আমার কিছুটা দূরেই ছিল। আমি দেখলাম সে তার হাত তুলে ফাউলের বিরুদ্ধে অভিযোগ করেছিল। কিছু একটা বলছিল কিন্তু আমি ওই সময় বুঝতে পারিনি।’

আর্জেন্টিনায় বেশ কিছু রিপোর্টে দাবি করা হয় মেসি লা পাসে খেলতে পারবেন না। কিন্তু সংবাদপত্র ওলে জানায়, খুব বেশি কিছু হলে জরিমানা হতে পারে। সে যাই হোক, পেরেজ জানালেন বলিভিয়ার মাঠে খেলবেন মেসি। কারণ তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বলিভিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী