X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তাসকিনের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৮ মার্চ ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২০:২৫

তাসকিনের হ্যাটট্রিক শেষ দিকে এসে জাদু দেখালেন তাসকিন আহমেদ। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক পূরণ করেছেন বাংলাদেশি পেসার। ৫০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তাসকিন।

ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন পেস তারকা তাসকিন আহমেদ। মঙ্গলবার লঙ্কান পেসার নুয়ান প্রদীপকে বোল্ড করে হ্যাটট্রিক করেন তাসকিন। এর আগে বাংলাদেশের আরও চার বোলার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন। সবার আগে হ্যাটট্রিক করা বোলার শাহাদাত হোসেন। এরপর আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। 

বাংলাদেশের পঞ্চম বোলার হলেও ক্রিকেটে বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিকের এই কীর্তি গড়েছেন। ক্রিকেট বিশ্বের হ্যাটট্রিক করা সর্বশেষ বোলার ছিলেন জেমস ফকনার। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ান এই পেসার গত বছর এই কীর্তি গড়েন।

অন্য পেসাররা যেখানে শুরু থেকেই খরচ করেছেন রান, তাসকিন সেখানে ছিলেন বেশ চাপমুক্ত। শুরুতে উইকেট না পেলেও বৈচিত্র্যময় বোলিং দিয়ে রানের চাকা কিছুটা হলেও চেপে রাখতে পেরেছেন তিনি। মাশরাফি ম্যাচের ১১তম ওভারে তার হাতে বল তুলে দেন। এরপর প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে ১৯ রান খরচায় উইকেট শূন্য ছিলেন তাসকিন। দ্বিতীয় স্পেলে আরও দুটি ওভার করে তুলে নেন ভয়ঙ্কর হয়ে উঠা কুশল মেন্ডিসের উইকেট। আর শেষ স্পেলের শেষ দুই ওভারেই কারুকাজ প্রদর্শন করেন বাংলাদেশের নতুন এই তারকা পেসার। সব মিলিয়ে ৮.৫ ওভারে ৪৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই পেসার। শেষ স্পেলে ১১ বলে তাসকিন তুলে নিয়েছেন ৩টি উইকেট, দিয়েছেন মাত্র ১৪ রান।

শেষ ওভারের তৃতীয় বলে গুনারত্নেকে সৌম্যর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তাসকিন। চতুর্থ বলে আবারও ক্যাচ উঠে। এবার কৃতিত্ব মুস্তাফিজের। তাসকিনের ফুলটস বলটি মিড উইকেটে খেলতে গিয়ে সুরঙ্গা লাকমাল ক্যাচ ‍তুলে দিলে তাসকিনের হাটট্রিকের সম্ভাবনা জাগে।

চতুর্থ বলটিতে ক্রিজে নামেন লঙ্কান শেষ ব্যাটসম্যান প্রদীপ। তার আগে অবশ্য মাশরাফি এগিয়ে গেলেন তাসকিনের দিকে। হয়তো পরামর্শ দিলেন হ্যাটট্রিক বলটি কীভাবে করবেন, অধিনায়কের সেই পরামর্শ মাথায় নিয়েই হ্যাটট্রিক বলটি ইয়র্কার দিয়েছিলেন। তাতেই ছত্রখান হয়ে গেল শেষ ব্যাটসম্যান হিসেবে নামা প্রদীপের উইকেট। আর পঞ্চম বোলার হিসেবে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করলেন তাসকিন। 

এর আগে ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শাহাদাত হোসেন বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ওয়ানডেতে। তার চার বছর পর ২০১০ সালে ঢাকাতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক হ্যাটট্রিক পান।

পরেরটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে ঘরের মাঠে। কোরে অ্যান্ডারসন, ম্যাককালাম ও নিশামকে উড়িয়ে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রুবেলে হোসেন। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিক পূর্ণ করেছেন।

/আরআই/এফআইআর/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি