X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অপেক্ষা বাড়ল বাংলাদেশের

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৮ মার্চ ২০১৭, ২৩:০১আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২৩:১৫

অপেক্ষা বাড়ল বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জেতায় সিরিজ জয়ের উৎসবটা ডাম্বুলাতেই হতে পারতো বাংলাদেশের। কিন্তু বৃষ্টি সেটা হতে দিল না। দ্বিতীয় ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। মাশরাফিদের তাই উদযাপনের জন্য অপেক্ষায় থাকতে হবে কলম্বো পর্যন্ত।

আগামী শনিবার কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিদেশের মাটিতে পঞ্চম সিরিজ জিততে বাংলাদেশকে শেষ ম্যাচটি জিততেই হবে এখন। হেরে গেলেও অবশ্য ক্ষতি নেই, কারণ তাতে সিরিজ হারের শঙ্কা নেই কোনও।

তবে ক্ষতিটা অন্য জায়গায়। লঙ্কানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র‌্যাংকিংয়ের ৬ নম্বরে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এখন আর ৬ নম্বরে যাওয়া হচ্ছে না মাশরাফিদের। শেষ ম্যাচটি জিতলে ৯৩ পয়েন্ট পাবে বাংলাদেশ। তাতে র‌্যাংকিংয়ের অবস্থান বদল হবে না। সেই হিসেবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু পয়েন্ট বাড়িয়ে রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদেশের মাটিতে পঞ্চম এবং লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি থেকে একটি ম্যাচ দূরে মাশরাফিরা। গত বছর আফগানিস্তানকে ঘরের মাঠে হারিয়ে ২১তম সিরিজ জয়ের উৎসব করেছিল বাংলাদেশ। এখন ২২তম সিরিজ জয়ের অপেক্ষায় থাকতে হবে আরও তিন দিন।

মঙ্গলবারের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও প্রাপ্তি কম নয়। বাংলাদেশের পঞ্চম বোলার এবং বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ডাম্বুলাতে। শেষ দিকে তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে অলআউট হলেও শ্রীলঙ্কা ৩১১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

বাংলাদেশকে এই ম্যাচ জিততে হলে অবশ্য রেকর্ড গড়তে হতো। কেননা শ্রীলঙ্কার মাটিতে ৩০০ রান তাড়া করে জেতার রেকর্ড একটিও নেই। শ্রীলঙ্কায় না হলেও ৩০০ রান তাড়া করে জেতার রেকর্ড বাংলাদেশের আছে তিনটি। সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। এ সব পরিসংখ্যান মিলিয়ে ভক্তরা জয়ের আশা দেখার আগেই বৃষ্টিতে ধুয়ে গেছে দারুণ একটি ম্যাচ।

আজকের ম্যাচের সঙ্গে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একটি ম্যাচের অদ্ভুত মিল রয়েছে। ওই ম্যাচে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৩০০ ছাড়ানো স্কোর গড়েছিল। এরপর বৃষ্টি নামলে ডি/এল মেথডে বাংলাদেশ ম্যাচ জিতে নেয়।

এবারও অনেকটাই এমন হয়েছিল, প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে লঙ্কানরা ৩০০ ছাড়ানো স্কোর গড়ার পর বৃষ্টি বাগড়া দেয়। শেষ পর্যন্ত অবশ্য এক ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেছে। দশ মিনিটের জন্য মাঝে বৃষ্টি কমায় ম্যাচ রেফারি মাঠে নামলেও তারা নামতে নামতেই বৃষ্টি শুরু হয় আবার, তাই তখনই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে মাশরাফি ও টাইগার ভক্তদের সিরিজ জয়ের অপেক্ষার প্রহর যায় বেড়ে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?