X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে: তাসকিন

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৯ মার্চ ২০১৭, ১২:৪৩আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১২:৪৮

মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে: তাসকিন বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিক তুলে নিয়েছেন পেসার নুয়ান প্রদীপের উইকেট তুলে নিয়ে। আর সেই তাসকিনই জানালেন শেষ ওভারের আগেই এমন কিছু কল্পনা করছিলেন মনে মনে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হওয়াতে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন এই প্রাপ্তিকে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন উইকেট তুলে নেন। তাতেই তাইজুলের পর বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েন তাসকিন।

বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিক তুলে নিয়েছেন পেসার নুয়ান প্রদীপের উইকেট তুলে নিয়ে।  আর সেই তাসকিনই জানালেন শেষ ওভারের আগেই এমন কিছু কল্পনা করছিলেন মনে মনে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হওয়াতে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন এই প্রাপ্তিকে। বুধবার কলম্বোতে রওয়ানা হওয়ার আগে হোটেল আলিয়া রিসোর্ট ও স্পা সেন্টারে সংবাদমাধ্যমের কাছে তাসকিন বলেছেন, ‘শেষ ওভারের আগে আমি ফিল্ডিংয়ে দাঁড়িয়ে এমন কিছুই কল্পনা করেছিলাম। এর আগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আমি করতে পারিনি। তবে এবার তৃতীয় উইকেটটি নেওয়ার আগে আমি খুব নির্ভার ছিলাম। কেন জানি মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়েও গেল।’

হ্যাটট্রিক করে সতীর্থদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন তাসকিন, ‘হ্যাটট্রিকের পর সবাই অভিনন্দন জানিয়েছে এবং ড্রেসিংরুমেও আমি বাহবা পেয়েছি।’

কোর্টনি ওয়ালশের ভূমিকার কথা উল্লেখ করে তাসকিন বলেছেন, ‘বোলিং কোচ ওয়ালশ অনেক সাহায্য করেছেন। তার পরিকল্পনা মতোই বোলিং করেছি। তিনি তো একজন কিংবদন্তি। তবে ওয়ালশের সঙ্গে দলের সবাই অনেক সহায়তা করেছে। সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি এবং ভালো খেলতে পারি-সবাই এই দোয়া করবেন।’

বিশ্বের মাত্র ৪১ জন বোলার এই কৃতিত্ব দেখিয়েছেন। তাই এমন অর্জনকে জীবনের সেরা হিসেবেই দেখছেন তাসকিন, ‘এটা আমার জীবনের জন্য বড় একটি অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি। অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি। আসল লক্ষ্য সিরিজ জেতা, উইকেট পাওয়াটা আমরা চেষ্টা করতে পারি কিন্তু সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। শেষের ওই বলটা ভালো ইয়র্কার ছিল। বোল্ড না হয়ে ব্যাটের প্রান্তে লেগে চারও হয়ে যেতে পারত। আমি আসলেই ভাগ্যবান। চেষ্টা করেছি, শেষপর্যন্ত সেটা হয়েছে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫