X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জিততে হলে সেরাটা খেলতে হবে: হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
৩০ মার্চ ২০১৭, ১৭:৫৭আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:০২

জিততে হলে সেরাটা খেলতে হবে: হাথুরুসিংহে শেষ ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে, আর সেখানেই চলছে প্রস্তুতি।  অনুশীলনের মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  তিনি বলেছেন, ‘দলের ভাবনায় এখন শুধুই জয়। তাই ম্যাচ জিততে বাংলাদেশকে সেরা ক্রিকেট খেলতে হবে।’
বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন ছিল টাইগারদের। এতে অংশ নিয়েছিলেন দলের বেশ কয়েকজন খেলোয়াড়। শেষ ম্যাচের একাদশে থাকা দলের মধ্যে কেবল ছিলেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

শেষ ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে, আর সেখানেই চলছে প্রস্তুতি। অনুশীলনের মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘দলের ভাবনায় এখন শুধুই জয়। তাই ম্যাচ জিততে বাংলাদেশকে সেরা ক্রিকেট খেলতে হবে।’

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। ম্যাচটি দুইদলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে হলে অবশ্যই এই ম্যাচ জিততে হবে মাশরাফিদের। আর স্বাগতিকরা জিতলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হবে। যার ফলে নিশ্চিত ভাবেই বলা যায় হারছে না বাংলাদেশ।

কলম্বোতে শততম টেস্ট জয়ের পর, ডাম্বুলাতে ৯০ রানে প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। তাতেই শরীরিভাষা পরিবর্তন হয় টাইগারদের। হাথুরুসিংহে বলেছেন, ‘জয়ের পর সবকিছুই দেখতে ভালো লাগে। গত কয়েক ম্যাচে ছেলেদের শরীরি ভাষা ও প্রচেষ্টায় অনেক পরিবর্তন এসেছে।’

মাশরাফিদের এই প্রচেষ্টাই আত্মবিশ্বাসী করে তুলছে কোচ হাথুরুসিংহেকে। তার মতে আগের প্রক্রিয়াগুলো এবং পরিকল্পনাগুলো ঠিক ঠাক মতো করতে পারলে শেষ ম্যাচটিতে জয় কঠিন কিছু না। তবে লঙ্কানদের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন হাথুরুসিংহে, ‘আমরা খুব আত্মবিশ্বাসী। আশা করি প্রক্রিয়াগুলো ঠিকঠাক রাখতে পারলে ম্যাচ জেতা কঠিন হবে না। ঘরের মাঠে শ্রীলঙ্কা সব সময় শক্তিশালী দল। তবে আমাদের বিপক্ষে জিততে গেলে ওদের ভালো খেলতে হবে। সেই সঙ্গে আমাদেরও সেরা ক্রিকেট খেলে জিততে হবে।’

ডাম্বুলায় প্রথম ম্যাচটিতে ব্যাটসম্যানদের প্রচেষ্টায় সন্তুষ্ট হাথুরুসিংহে। আর এই কারণেই এই ম্যাচটি ব্যাটসম্যানদের জন্য অন্যতম সেরা ম্যাচ, ‘ডাম্বুলাতে আমাদের ব্যাটিং বিভাগের সেরা একটি পারফরম্যান্স ছিল। আমি চাই সব সময় দলের শীর্ষ সাত ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলবে।’

সিংহলিজে যে উইকেটে খেলবে বাংলাদেশ। সেটা এখনো প্রস্তুত হয়ে উঠেনি। তাইতো উইকেট কেমন হচ্ছে-এ ব্যাপারে যথেষ্ট ধারনা পাচ্ছেন না হাথুরুসিংহে, ‘উইকেট এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। আরও দুইদিন বাকি। অনেক পরিবর্তন হতে পারে। ম্যাচের দিন সকালে পরিষ্কার ভাবে ধারনা পাওয়া যাবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!