X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দুই গুরুর ‘বিশেষ ক্লাসে’ মুস্তাফিজ

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
৩০ মার্চ ২০১৭, ১৯:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:৪৯

দুই গুরুর ‘বিশেষ ক্লাসে’ মুস্তাফিজ বৃহস্পতিবার দুই গুরু কোর্টনি ওয়ালশ ও চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ ক্লাসে ভিন্ন ভাবে দেখা গেছে মুস্তাফিজকে। সাধারণত ঐচ্ছিক অনুশীলনে মুস্তাফিজ মাঠে আসেন না। কিন্তু এদিন এলেন এবং কঠোর পরিশ্রম করে সেরে নিলেন প্রস্তুতি।

ডাম্বুলায় রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের অন্যতম বাজে দিন কাটিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ওইদিন ৮ ওভারে বাঁহাতি এই পেসার রান দিয়েছেন ৬০। বিনিময়ে পেয়েছেন মাত্র ১টি উইকেট।

যদিও প্রধান কোচ মুস্তাফিজের পারফরম্যান্সে কোনও খুঁত পাচ্ছেন না। বরং মুস্তাফিজের ঢাল হয়ে দাঁড়ালেন। বাংলাদেশ গত দুই ম্যাচে নতুন বলে একপ্রান্তে মাশরাফি এবং অপরপ্রান্তে মিরাজকে দিয়ে শুরু করেছে।

পরের স্পেলেই তাসকিনের সঙ্গী করে নিয়ে আসা হচ্ছিল কাটার মাস্টারকে। কিন্তু সেভাবে আলো ছড়াতে পারলেন না। বড় ইনজুরি কাটিয়ে ছন্দে ফিরতে কিছুটা সময় লাগছে- ঠিক এমনটাই মনে করছেন হাথুরুসিংহে, ‘প্রথম ম্যাচে সে তিন উইকেট নিয়েছে, যা সেরা প্রাপ্তি। সে ভিন্ন দায়িত্বে আছে। তাকে আমরা পরে ব্যবহার করছি। শেষ ম্যাচে ৭-৮ করে ওভার প্রতি রান দিলেও ম্যাচের মধ্যেই ছিল। বুঝতে হবে সে বড় ধরনের ইনজুরি থেকে ফিরেছে। তারপরও চিত্রটা ইতিবাচক। সুতরাং তাকে নিয়ে আমরা কোনও সমস্যা দেখছি না।’

তবে মুখে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে চিন্তার কথা অস্বীকার করলেও বাস্তবে তাকে নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট! সেটা অনুশীলনেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মুস্তাফিজও নিজেকে ফিরে পেতে বৃহস্পতিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ঘাম ঝরিয়েছেন।

দুই গুরুর ‘বিশেষ ক্লাসে’ মুস্তাফিজ বৃহস্পতিবার ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। গত কয়েক সিরিজে এ ধরনের অনুশীলনে সাধারণত মুস্তাফিজ মাঠে আসেন না। তবে আজকে আসলেন এবং দুই গুরুর তত্ত্বাবধানে অনুশীলন করলেন।

বাড়তি অনুশীলন করার কারণটা স্পষ্ট। মুস্তাফিজ নিজেই সন্তুষ্ট নন তার পারফরম্যান্সে! হবেন-ই বা কেন, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২ গজে বোলিং লাইন খুঁজতে কষ্ট হচ্ছিল মুস্তাফিজের। ভালো জায়গায় বল ফেলতে পারছিলেন না। ফুলটস, ওয়াইড লেন্থ বল ও লেগ স্টাম্পের ওপর অনেকগুলো বল করেছেন।

ব্যাটসম্যানরা তার হাফভলিগুলোকে অনায়াসে ড্রাইভ করেছেন। থারাঙ্গা, কুশল মেন্ডিস, গুনারত্নে তার বলে বাউন্ডারি মেরেছেন সহজেই। কমপক্ষে ৮ ওভার করেছেন এমন ম্যাচে মঙ্গলবার সবচেয়ে বেশি রান দিয়েছেন মুস্তাফিজ। প্রথম ওয়ানডেতে ৮.১ ওভারে দিয়েছিলেন ৫৬ রান। ১৩ ম্যাচ খেলা মুস্তাফিজ ৮ ওভার করেছেন ৫ ম্যাচে। এর আগে ২০১৫ সালের ১৫ জুলাই ৮ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ২৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওয়ানডেতে ৮ ওভারে রান খরচ করেছিলেন যথাক্রমে ৩৩ ও ৩৪।

আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর ওইদিনই সবচেয়ে বাজে বল করেছেন তরুণ এই ক্রিকেটার। নিজেকে ফিরে পেতেই বৃহস্পতিবার গ্রাউন্ডের পাশের ইনডোরে নেটে তিন ওভার বোলিং করেছেন। প্রায় প্রত্যেক বলের আগে হাথুরুসিংহের সঙ্গে কথা বলছিলেন। পেছনে ছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও।

অনুশীলনের মাঝপথে কোর্টনি ওয়ালশের সঙ্গে কী নিয়ে যেন খানিকক্ষণ কথা বললেন। ওয়ালশও সন্তুষ্ট মনে মুস্তাফিজকে নিয়ে মূল মাঠের দিকে রওয়ানা হলেন।

এবার মূল মাঠে অনুশীলন সারলেন। অফ কাটার, লেট কাটার, স্লোয়ার-সবমিলিয়ে বৃহস্পতিবারের অনুশীলনটা বাড়তি মাত্রা পেল মুস্তাফিজের জন্য। হয়তো শেষ ম্যাচে হাথুরুসিংহে-ওয়ালশ তার গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ে মাঠে নামবেন। আর কিছুটা ভোঁতা হয়ে যাওয়া অস্ত্রটা ধারালো করতেই এত আয়োজন!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন