X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শুরুতে এলোমেলো হয়ে সর্বনাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০১ এপ্রিল ২০১৭, ২৩:০২আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২৩:৪৯

শুরুতে এলোমেলো হয়ে সর্বনাশ সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ে নামা মাশরাফির দলকে শুরুতেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন বোলাররা। প্রথম দশ ওভারে বিনা উইকেট ৭৬ রান করে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও শুরুতে ছন্নছাড়া চেহারা ছিল বাংলাদেশের। ১১ রানে তামিম ইকবাল, সাব্বির রহমান আর মুশফিকুর রহিমকে হারানোর ধাক্কা সামলাতে পারেনি তারা। যদিও টাইগারদের রান তোলার গতি ভালোই ছিল। সৌম্য সরকার আর সাকিব আল হাসান ১০ ওভার শেষে ৬০ রান তুলে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

তৃতীয় ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার জন্য ব্যাটিং-বোলিং দুই বিভাগে বাজে সূচনার কথাই বললেন মাশরাফি বিন মুর্তজা, ‘আমার মনে হয় বোলিংয়ে প্রথম ১০ ওভার আর ব্যাটিংয়ে প্রথম ১০ ওভার আমরা ভালো করতে পারিনি।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ছন্নছাড়া বোলিংয়ের প্রসঙ্গ উল্লেখ করে মাশরাফির মন্তব্য, ‘আমাদের প্রথম ১০ ওভারের বোলিং দেখেন, আমরা ওখানেই ম্যাচটা হেরে গেছি।  যদি প্রথম ১০ ওভারে ওদের ৫০ রানের মধ্যে আটকে রেখে একটা উইকেট তুলে নিতে পারতাম, তাহলে আমাদের লক্ষ্যপূরণ হতো। অবশ্য ৩৭ থেকে ৪৪ ওভার পর্যন্ত আমরা ভালোই বোলিং করেছি।’

এসএসসির পাশেই কলম্বো ক্রিকেট ক্লাবে বাংলাদেশ ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ৩৫৪ রান তাড়া করতে নেমে মাত্র দুই রানে হেরে যাওয়া ম্যাচটি থেকেই   এসএসসির উইকেট সম্পর্কে ধারণা নিয়েছিলেন মাশরাফি ও তার সতীর্থরা। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ খেলেই বুঝতে পারি, কলম্বোয় দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ফ্ল্যাট হয়ে যায়। আমরা যা টার্গেট করেছিলাম, তার চেয়ে ২০ রান বেশি হয়েছে ওদের।’

শনিবার ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হেরে গেছে ৭০ রানে। এই হারের পেছনে ব্যাটসম্যানদের দায়ও কম নয়। মাশরাফির অভিমত, শুরুতেই তামিম-সাব্বির-মুশফিককে হারিয়ে খাদের কিনারে চলে যাওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি, ‘যে কোনও সময়ে এই উইকেটে ২৮০ রান চেজেবল। তবে ১১ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো সব সময় কঠিন। তারপরও সাকিব ও সৌম্য বড় ইনিংস খেলার সুযোগ পেয়েছিল। আমার মনে হয়, ১০ ওভার (আসলে ৮ ওভার) বল করে সাকিব খুব ক্লান্ত ছিল। ক্র্যাম্পের কারণেও সমস্যা হচ্ছিল ওর।’

মাশরাফি আক্ষেপ ভরা কণ্ঠে বললেন, ‘মিরাজ ও তাসকিনের ব্যাটিং দেখলেই স্পষ্ট বোঝা যায়, উইকেটে কিছু ছিল না। শুরুতে দুই পাশে দুই নতুন বল সুইং করেছে, দ্রুত তিনটা উইকেট গেছে। আমার মনে হয়, সৌম্য-সাকিব যেভাবে ব্যাট করছিল সেটা যদি টেনে নেওয়া যেতো এবং তার পরে আরও দুজন ব্যাটসম্যান যদি বড় ইনিংস খেলতো, তাহলে আমরা ম্যাচটা জিততে পারতাম।’

প্রথম দশ ওভারে বোলিং খারাপ হওয়ায় খেলোয়াড়দের শরীরী ভাষায় একধরনের ঢিলেঢালা ভাব চলে এসেছিল। বিষয়টি দলের জন্য নেতিবাচক হয়ে দেখা দিয়েছিল বলে মনে করেন মাশরাফি, ‘বোলিংয়ে যখন এক-দুইটা ওভার খারাপ গেছে, আমরা রক্ষণাত্মক মুডে গেছি। সে কারণে আরও বেশি সমস্যা হয়েছে। যদি গত দুই ম্যাচের মতো আক্রমণাত্মক থাকতাম, তাহলে এতো চাপ তৈরি হতো না।’

তবে শুরুতে খারাপ করেও ম্যাচে ফেরা যেতো। বাংলাদেশ কয়েক বার ম্যাচে ফেরার চেষ্টাও করেছিল। কিন্তু শেষ দিকে জুটি না হওয়ায় হারতে হয়েছে টাইগারদের। এ বিষয়ে মাশরাফির বক্তব্য, ‘ম্যাচ খারাপ-ভালো যেতেই পারে। এমনও নজির আছে, প্রথম ১০ ওভার খারাপ করা দলই জিতেছে শেষ পর্যন্ত। সেই সুযোগ আমরা তৈরিও করেছিলাম। প্রথম ১০ ওভার খারাপ করার পর বোলিং ইউনিট হিসেবে ঘুরে দাঁড়িয়েছিলাম। হয়তো পরিস্থিতি অনুযায়ী যা দরকার ছিল তা করতে পারিনি। আমি মনে করি, এখান থেকে কিভাবে বড় ইনিংস খেলা যায়, সেটা শিখতে পারব আমরা।’

/আরআই/এএআর/

আরও পড়ুন:

এসএসসিতে আবারও হোঁচট বাংলাদেশের

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা