X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন মাশরাফি!

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৭ এপ্রিল ২০১৭, ১১:১২আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১১:১২

জয়ের পর মাশরাফির উদযাপন সাইফউদ্দিনের বলে মাহমুদউল্লাহর হাতে ভিকুম সঞ্জায়া তালুবন্দি হতেই শট ফাইন লেগে দাঁড়ানো মাশরাফির আঙুল আকাশের দিকে। মনে মনে কী যেন বললেন! সবার আগে দৌঁড়ে এসে মাশরাফিকে জড়িয়ে ধরলেন ইমরুল কায়েস। এরপর একে একে অন্য ক্রিকেটাররা।

পুরস্কার বিতরণী চলছে, মাশরাফি মঞ্চের পাশেই ঘাসের উপর বসে পড়লেন। চোখ ছলছল করলেও আবেগ নিয়ন্ত্রণ রেখে কী যেন ভাবছিলেন। তামিম কিছুক্ষণ টানাটানি করে উঠানোর চেষ্টা করলেন। তাসকিনকে যেন সরানোই যাচ্ছিল না মাশরাফি পাশ থেকে। তাসকিন-তামিমের অনুরোধে মাশরাফি উঠলেনও; কেমন যেন বিষন্ন হয়ে উঠছিলেন তিনি। মঞ্চে তাকে ডাকতেই গুছানো বক্তব্য দিয়ে ফিরলেন।

এদিকে মুশফিক-মোসাদ্দেক-সৌম্য-শুভাশীষ মিলে দুষ্টুমিতে মত্ত। ‘এমনে কেউ ছক্কা মারে’-স্যাডো করে মোসাদ্দেককে দেখালেন সাদা পোশাকের অধিনায়ক। বক্তব্য শেষ করে ফিরতেই মুশফিক জড়িয়ে ধরলেন মাশরাফিকে। বিদায়ী অধিনায়কের বুকে কী যেন খুঁজছিলেন মুশফিক!

এক পাশে দাঁড়ানো টাইগার শোয়েব। পতাকা আর প্ল্যাকার্ড হাতে চিৎকারে করছিলেন ‘মাশরাফি, মাশরাফি’। মাশরাফির চোখটা সেখানে গেল। শোয়েবও এগিয়ে এসে জড়িয়ে ধরলেন মাশরাফিকে। মাশরাফির উত্তর -‘দূর ব্যাটা কাঁদিস কেন, আমিতো আছি। ওয়ানডে খেলব তো’। তারপরও শোয়েবের কান্না যেন থামার নয়। তার দেখাদেখি আরও অনেকের চোখ ছলছল করে উঠল।

এই মাশরাফির টি-টোয়েন্টি শুরুটাও হয়েছিল জয় দিয়ে, শেষটাও তাই। ২০০৬ সালে খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রানে জিতেছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটায় এসেও জয় পেলেন মাশরাফি। এদিন স্বাগতিকদের চেয়ে তিন বিভাগে অসাধারণ ক্রিকেট খেলে ৪৫ রানে জিতেছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। মাশরাফির বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে বদ্ধপরিকর ছিল সতীর্থরা।

বৃহস্পতিবার মাশরাফির জয়টা টস দিয়েই শুরু হয়। ক্যারিয়ারে অনেক কিছুর রেকর্ড না থাকলেও মাশরাফি কোটি কোটি ক্রিকেট ভক্তের হৃদয় জয় করার রেকর্ড ঠিকই রয়েছে। ক্রিকেট বিশ্বে এই পরিসংখ্যান সংগ্রহ করা হলে, নিশ্চিতভাবেই মাশরাফি এক নম্বরে থাকতেন!

সারবিশ্বে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো লাসিথ মালিঙ্গার হৃদয়টা জয় করে নিয়েছেন মাশরাফি। বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেও দেখা গেছে খানিক চিত্রটা। মাশরাফি টস জিতে চলে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। মূল ক্রিজের পাশেই বোলিং করছিলেন মালিঙ্গা। বন্ধুকে কাছে পেয়ে কয়েক মিনিট আলাপ। এরপর বুকে বুক মিলালেন দুই বন্ধু। মাশরাফির চোখটা ছল ছল করে উঠছিল। হয়তো এই মুহূর্তগুলো আর কোনোদিন পাবেন না বলেই আবেগি হয়ে উঠলেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!