X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘জুভেন্টাসের পরীক্ষা নেবে বার্সেলোনা’

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ১৮:৩১আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:৩৫

এনরিকে প্যারিস সেন্ত-জার্মেইর বিপক্ষে দ্বিতীয় লেগে ‘অসম্ভব’ জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল বার্সেলোনা। সেমিফাইনালে টিকিট পাওয়ার লড়াইয়েও তাদের সামনে ‘দুর্বার’ বাধা। প্রথম লেগে জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছে তারা। আগামী বুধবার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। আবারও কি বার্সেলোনা পারবে অসম্ভবকে সম্ভব করতে! লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জয়ের পর কোচ লুই এনরিকে ভালো সম্ভাবনা দেখছেন।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্রথম লেগে ৪-০ গোলে হেরেছিল বার্সা। এর পর দ্বিতীয় লেগ ৬-১ গোলের দুর্দান্ত জয়ে শেষ আট নিশ্চিত করেছিল তারা। কাতালান জায়ান্টদের আবার কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ ইউরোপে এ মৌসুমে মাত্র দুটি গোল হয়েছে জুভেন্টাসের জালে। সেই ধারা এবার ভাঙতেই হবে বার্সাকে।

জুভদের মাঠে হারের পর আত্মবিশ্বাসে চিড় ধরেছিল এনরিকের। তবে তার মধ্যে দৃঢ় মানসিকতা এনে দিয়েছে শনিবারের জয়। সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে তারা, মেসি জোড়া গোল করেছেন। জুভেন্টাসকে স্বাগত জানানোর চারদিন আগে এমন জয় স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করছে তাদের জন্য। সব ধরনের ঝুঁকি নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মোকাবিলা করতে চান এনরিকে, ‘আমি নিশ্চিত খেলায় কোনও না কোনও ক্ষেত্রে আমরা ঘুরে দাঁড়ানোর খুব কাছাকাছি থাকব। আমরা অনেক বেশি ঝুঁকি নেব, এমনকি ৮ জন ফরোয়ার্ডকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমাদের হারানোর কিছু নেই।’

এনরিকের আরও বলেছেন, ‘আমাদের সবচেয়ে সেরাটা দিতে হবে, থাকতে হবে নিশ্ছিদ্র। শেষ পর্যন্ত লড়তে হবে আমাদের। আর জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে এ জয় (সোসিয়েদাদের বিপক্ষে) আমাদের ভালো অবস্থানে রেখেছে।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া