X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দেশের খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করবে সরকার: প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২২:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২৩:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া খেলোয়াড়দের চেক ও ফ্ল্যাটের চাবি প্রদান করেন (ছবি: ফোকাস বাংলা) রবিবার গণভবনে বসেছিল ক্রীড়াবিদদের মিলনমেলা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াজগতের মানুষদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে এবং দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে অংশ নিয়ে বিশেষ সাফল্য এনেছেন, তাদের গণভবনে আমন্ত্রণ জানানো হয়।

এক ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এ সংবর্ধনায় ছিলেন নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা ৩৩৯ খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। প্রধানমন্ত্রী সবার আগে ২০১৬ সালের দক্ষিণ এশীয় গেমসের তিন স্বর্ণপদকজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদের হাতে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দেন।

পরে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, মেয়েদের ক্রিকেট দল, মেয়েদের ফুটবল দল, অনূর্ধ্ব-১৪ ফুটবল দল, বধির ক্রিকেট দল, বিশেষ শীতকালীন অলিম্পিক দল, ছেলে ও মেয়েদের আর্চারি দল, রোলার স্কেটিং দল, ছেলে ও মেয়েদের হ্যান্ডবল দল, হকি দল, শ্যুটিং দল, ভারোত্তোলন দল, ভলিবল দল ও মেয়েদের জুনিয়র ব্যাডমিন্টন দলকে পদক ও চেক দেওয়া হয়।

মুশফিক ও মাশরাফির হাতে চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ও টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম প্রধানমন্ত্রীর কাছ থেকে এক কোটি টাকা পুরস্কার নেন। শ্রীলঙ্কায়  চমৎকার পারফরম্যান্স করায় দলকে এ টাকা দেয় বিসিবি।

এছাড়া হকি ও সাঁতার ফেডারেশনের প্রত্যেককে এক কোটি করে টাকা দেন প্রধানমন্ত্রী। গত আগস্টে ঢাকায় এএফসি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব-১৬ দল চ্যাম্পিয়ন হয়েছিল। তার পুরস্কার হিসেবে দলটিকে শেখ হাসিনা দেন ১০ লাখ টাকা। অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রাব্বানি ছোটনের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তিনটি ক্ষেত্রেই টাকার উৎস বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেছেন, ‘দেশের খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করবে সরকার।’ তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে ও খেলাধুলার মেধা বিকাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সূত্র- বাসস

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা