X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বায়ার্ন বলেই রিয়ালের যত দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ২০:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:২৫

অনুশীলনের মধ্যমণি রোনালদোকে জ্বলে ওঠতে হবে দ্বিতীয় লেগেও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন কার্লো অ্যানচেলত্তি। বছর তিনেক আগে এই স্টেডিয়ামে রঙিন আলোর ঝলকানিতে হাজির হয়ে পেয়েছিলেন বীরোচিত সংবর্ধনা। আজ (মঙ্গলবার দিবাগত রাত) যে মুদ্রার উল্টো পিঠ দেখবেন, সেটা নিয়ে সন্দেহ নেই কোনও। প্রতিপক্ষ দলের কোচকে কী আর উষ্ণ অভ্যর্থনা জানাবে রিয়াল সমর্থকরা!

মাঠে নামার আগেই তাই অন্য লড়াই শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ঠিকঠাক মতো সেরে এলেও দ্বিতীয় লেগে কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছে মাদ্রিদের ক্লাবটি ঘরের মাঠ বার্নাব্যুতে। আলিয়েঞ্জ অ্যারেনা থেকে যতই ২-১ গোলের জয় নিয়ে ফিরুক না কেন, প্রতিপক্ষের নামটা যে বায়ার্ন। জার্মান চ্যাম্পিয়নরা দেয়ালে পিঠ ঠেকে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠে, সেটা খুব ভালো করেই জানে রিয়াল, তা মঞ্চটা যতই নিজের ঘর হোক না কেন! উত্তেজনাকর দ্বৈরথটি বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হবে বার্নাব্যুতে, সরাসরি দেখা যাবে ‘টেন টু’ চ্যানেলে। একই সময় লিস্টারশায়ারে লিস্টার সিটি-অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে অন্য কোয়ার্টার ফাইনালে।

সাম্প্রতিক পরিসংখ্যানে কিন্তু রিয়ালকে শোনাচ্ছে আশার বাণী। পরিসংখ্যান বলছে, বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সবশেষ ১২ ম্যাচে হারেনি ‘লস ব্লাঙ্কোস’, ১০ জয়ের সঙ্গে ড্র করেছে বাকি দুই ম্যাচে। আজ যদি ড্রও করে, তবু কাজ হয়ে যাবে স্বাগতিকদের। ১-০ গোলে হারলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। কাজটা তাই কঠিন বায়ার্নের জন্য। সেমিফাইনালে উঠতে গেলে ২-০ কিংবা ৩-১ ব্যবধানে জিততে হবে জার্মান চ্যাম্পিয়নদের। ৩-২ হলেও কাজ হয়ে যাবে তাদের অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে।

কঠিন এই মিশনে অ্যানচেলত্তির জন্য সুখবর হলো রবার্ত লেভানদোস্কির ফিট হয়ে ফেরা। কাঁধের চোটের কারণে প্রথম লেগ মিস করা এই স্ট্রাইকার বছর চারেক আগে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে একাই রিয়ালকে উড়িয়ে দিয়েছিলেন ৪ গোল করে। ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষে তার জ্বলে ওঠাটাই দেখতে চাইবে বায়ার্ন। তার সঙ্গে ফিরছেন ডিফেন্ডার ম্যাট হুমেলস। বায়ার্নের শক্তি বাড়ার বিপরীতে চোট দুশ্চিন্তায় রিয়াল কোচ জিনেদিন জিদান। চোটের কারণে খেলতে পারছেন না গ্যারেথ বেল। রক্ষণভাগের দুই সেরা খেলোয়াড় পেপে ও রাফায়েল ভারানও একই কারণে থাকছেন না।

একাদশ সাজানো নিয়ে জিদান কিছুটা হিমশিম খেলেও ঘরের মাঠ বলে বায়ার্নের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে। সেই সঙ্গে প্রথম লেগের ফলটাও আত্মবিশ্বাস জোগানোর কথা তাদের। যদিও দুশ্চিন্তায় কপালে ঠিকই ভাঁজ পড়ছে জিদানের, প্রতিপক্ষ যে বায়ার্ন। যাদের ফিরে আসার অসংখ্য ইতিহাস আছে ফুটবলে। তা ছাড়া বার্নাব্যুর সব রেখা চেনা তিন বছর মাদ্রিদে কাজ করে যাওয়া অ্যানচেলত্তির।

উত্তেজনা-রোমাঞ্চের ডালি সাজিয়ে তাই তৈরি সান্তিয়াগো বার্নাব্যু। যার তাপ মাদ্রিদ পেরিয়ে ছড়িয়ে পড়েছে ফুটবলের অলিগলিতে! উয়েফা ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী