X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সবার আগে গেইলের ১০ হাজার

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৫

ঝড় তুলেছিলেন ক্রিস গেইল অবশেষে অপেক্ষার অবসান হলো। টি-টোয়েন্টিতে সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালিক হলেন ক্রিস গেইল। গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ষষ্ঠ ম্যাচে এ কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান।

১০ হাজার থেকে ৬৩ রান দূরে থাকতে আইপিএলে শুরু করেছিলেন গেইল। প্রথম ম্যাচেই তার রেকর্ড দেখার অপেক্ষায় ছিল বেঙ্গালুরুর ভক্তরা। কিন্তু হয়নি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩২ রানে আউট। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে তো দাঁড়াতেই পারলেন না, বিদায় ৬ রানে। পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একাদশে ডাক পাননি। হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি, দরকার ছিল ২৫ রান। ৩ রানের আক্ষেপ নিয়ে ২২ রানে আউট হতে হলো তাকে। রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে তো খেলতেই পারলেন না। মঙ্গলবার এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতির পর জায়গা হলো তার। আর সেখানেই শেষ হলো অপেক্ষার পালা।

রেকর্ড অর্জনে বাকি ৩ রান করার পথে বেশ সতর্ক খেললেন গেইল। নিজের প্রথম দুই বলে নিলেন সিঙ্গেল দুটি রান। আর তৃতীয় বলে বাসিল থাম্পিকে থার্ড ম্যান দিয়ে মেরে একটি রান নিয়ে গড়ে ফেললেন অভূতপূর্ব কীর্তি। মাইলফলক ছোঁয়ার এ ম্যাচে গেইল নিজেকে ফিরে পেয়েছেন। ২৩ বলে ৩টি চার ও ৫টি ছয়ে টি-টোয়েন্টির ৬১তম হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৫ চার ও ৭ ছয়ে তার ইনিংস শেষ হয় ৩৮ বলে ৭৭ রান করে। থাম্পির বলে এলবিডব্লিউ হন গেইল।

১২ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে গেইলের এটি ছিল ২৯০তম ম্যাচ। ৩৭ বছর বয়সী এ পর্যন্ত ১৯টি ঘরোয়া দলের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ১৮টি সেঞ্চুরি তার। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫ রান, পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ২০১৩ সালের আইপিএলে ইনিংসটি খেলেন বেঙ্গালুরু তারকা।

সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের তালিকায় গেইলের খুব কাছে কেউ নেই। ৭৪১১ রান নিয়ে তার পরে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৭ হাজারি ঘরে আর আছেন কেবল ব্রাড হগ ও ডেভিড ওয়ার্নার। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’