X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মোহামেডানের আস্থার প্রতিদান দিতে চাই: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২২:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২২:৩১

তামিম ইকবাল লিস্ট ‘এ’ ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১৫৪ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের। মঙ্গলবার নিজের রেকর্ডই ভেঙে দিলেন দেশসেরা ওপেনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে মোহামেডানকে জয় উপহার দিয়ে তিনি দারুণ খুশি।

গত আসরে আবাহনীতে খেললেও এবার নাম লিখিয়েছেন মোহামেডানে। নতুন দলে প্রথম ম্যাচেই আস্থার প্রতিদান দিতে পেরে সন্তুষ্ট তামিম, ‘মোহামেডান আমার ওপর আস্থা রেখেছে, আমি তার প্রতিদান দিতে চাই। এটা আমার কর্তব্য। দলের জন্য আমি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। সেই চেষ্টা হয়তো সফল হয়েছে মোটামুটি। আমাকে মোহামেডান নিয়েছে পারফর্ম করার জন্য। যে কোনও লেভেলেই পারফর্ম করার অনুভূতি অন্যরকম।’

শুরুতে বেশ ধীরগতিতে ব্যাট করেছেন তামিম। প্রথম পঞ্চাশ রান করতে খেলতে হয়েছে ৬১ বল। শুরুতে কিছুটা সমস্যা হলেও গরমের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিয়ে হাত খুলে খেলতে শুরু করেন তিনি। রেকর্ডগড়া ইনিংস নিয়ে তার বিশ্লেষণ, ‘আমার শুরুটা সাবলীল ছিল না। ৯ ওভার অপেক্ষা করতে হয়েছে প্রথম বাউন্ডারির জন্য। তারপর ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। পঞ্চাশের পর হিসেব করে খেলেছি। আমার শট সিলেকশন ভালো ছিল। কাকে মারব, কিভাবে মারব সেসব সিদ্ধান্ত খুব ভালো ছিল।’

মাত্র ২১ বলে শেষ ৫০ রান করার পর মনে হচ্ছিল, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেই ফেলবেন তামিম। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি, ‘৪০ ওভারের পর আমি দেড়শ’র ঘরে পা দিয়েছিলাম। তখন মনে হয়েছিল ডাবল সেঞ্চুরির কথা। কিন্তু প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছিলাম, শরীরে কোনও শক্তি পাচ্ছিলাম না। প্রচণ্ড গরমে শরীর আর চলছিল না। তবে ভালো লেগেছে একশ’র পর যে পঞ্চাশটা রান করেছি, সেটা দলের খুব উপকারে এসেছে।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে  আগামী ২৬ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। তাই জাতীয় দলের ক্রিকেটাররা লিগের আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক তামিমের পুরো মনোযোগ তাই সামনের দুই ম্যাচের দিকে, ‘২৬ তারিখে বিমানে ওঠার আগ পর্যন্ত আমার লক্ষ্য মোহামেডানকে নিজের সেরাটা দেওয়া। প্রিমিয়ার লিগ ও মোহামেডানকে কিভাবে সেরাটা দেওয়া যায়, তা নিয়েই আপাতত ভাবছি।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ