X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাউন্টির দরজা বন্ধ হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা ঢাকামুখী!

রঞ্জন বসু, দিল্লি
১৮ এপ্রিল ২০১৭, ২৩:০২আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২৩:১৮

উন্মুক্ত চাঁদ ও পারভেজ রসুল সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ছাড়া এবারের আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেটার নেই। সাকিব-মুস্তাফিজেরও প্রথম একাদশে জায়গা হচ্ছে না।  তবে ভারতের অনেক ক্রিকেটারও এবার আইপিএলে উপেক্ষিত। তাদের কেউ কেউ চুটিয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

ঢাকা লিগে এবার খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক উন্মুক্ত চাঁদ, জাতীয় দলে খেলা স্পিনার পারভেজ রসুল, ভারতের ওয়ানডে দলকে প্রতিনিধিত্ব করা ও আইপিএলে চারটি দলে খেলা অলরাউন্ডার অভিষেক নায়ার, পাঞ্জাবের উদয় কাউল।  ঢাকা প্রিমিয়ার লিগে আগে কখনও একসঙ্গে এত ভারতীয় ক্রিকেটার খেলেননি।

তবে এই ক্রিকেটারদের ঢাকায় খেলতে যাওয়ার কারণ অন্যখানে। ব্রিটিশ সরকার ভিসার নিয়মে নতুন কড়াকড়ি আরোপ করায় কাউন্টি ক্রিকেটে খেলার রাস্তা একরকম বন্ধই হয়ে গেছে ভারতীয় ক্রিকেটারদের। তাই অনেকটা বাধ্য হয়ে তারা ঢাকা লিগে খেলছেন।

ভারতে ক্রিকেটের অফ-সিজন শুরু হয় এপ্রিল-মে মাসে। ওই সময় প্রতি বছরই দ্বিতীয় বা তৃতীয় সারির ক্রিকেটাররা ইংল্যান্ডে পাড়ি জমাতেন। ইংল্যান্ডের ছোট বা মাঝারি ক্রিকেট ক্লাব তাদের নিয়ে যেত। সেই সব ক্লাবের হয়ে তারা মাইনর কাউন্টি খেলতেন, আর ক্লাব ক্রিকেটের পাশাপাশি টুকটাক কোচিং করিয়ে, গ্রাউন্ডসে কাজ করে বা ক্লাবের পানশালায় বার টেন্ডারের কাজ করেও বাড়তি রোজগার করতেন।

এভাবে যেসব ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডে যেতেন, তাদের কারোর কখনোই ওয়ার্ক পারমিট থাকত না। তারা যেতেন সাধারণ ভিজিটর বা ট্যুরিস্ট ভিসায়। কিন্তু এবারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের সদস্য ৯৭টি ক্লাবকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এমন কোনও ক্রিকেটারকেই তারা সাধারণ ভিসায় নিয়ে এসে ক্লাবের হয়ে খেলাতে পারবে না।

আর কোনও অ্যামেচার বা অপেশাদার ভারতীয় ক্রিকেটারকে নিয়ে এলেও তাদের খেলিয়ে বা ক্লাবে কাজ জুটিয়ে দিয়ে একটি পয়সাও দেওয়া যাবে না।

ব্রিটিশ সরকারের হোম অফিস ও বর্ডার এজেন্সির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পরামর্শক্রমেই যে এই নির্দেশ পাঠানো হয়েছে, ইংলিশ ক্রিকেট বোর্ড সেটাও স্পষ্ট করে দিয়েছে।

এই নির্দেশের অর্থ, বহু ভারতীয় ক্রিকেটারের কাছে এবারের গ্রীষ্মে ইংল্যান্ডের কাউন্টি বা মাইনর কাউন্টি খেলার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে যারা এবারের আইপিএলে সুযোগ পাচ্ছেন না, তেমন বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ দু’হাতে লুফে নিয়েছেন।

উন্মুক্ত চাঁদ যেমন। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস তাকে ছেড়ে দিয়েছে, আর তারপরই তিনি চুক্তি করেছেন প্রাইম ব্যাংক দলের হয়ে ঢাকা লিগে খেলার জন্য। ৬১ ও ৩২ রানের দুটো ভালো ইনিংস খেলে দুই ম্যাচেই দলের জয়ে অবদানও রেখেছেন উন্মুক্ত।

পারভেজ রসুলকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার স্কোয়াডে রাখেনি। চোট আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলানোর জন্য রাইজিং পুনে সুপারস্টার তাকে ট্রায়ালে ডেকেছিল, কিন্তু তিনি বিশেষ সুবিধা করতে পারেননি। তারপরই রসুল চুক্তিবদ্ধ হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। ঢাকা লিগে নিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরিও করেছেন এই কাশ্মিরী ক্রিকেটার।

একসময় ভারতের রমন লাম্বা, মহিন্দর অমরনাথ, অজয় শর্মা নিয়মিত ঢাকার ক্রিকেট লিগে খেলতেন। ব্রিটেনের ভিসা কড়াকড়ির জেরে আবার অনেক ভারতীয় ক্রিকেটারকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে দেখা যাচ্ছে এবার।

/এএআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা