X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিরপুর একাডেমি মাঠে নাজমুল করিমের জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ১২:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১২:৫৩

মিরপুর একাডেমি মাঠে নাজমুল করিমের জানাজা সম্পন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর প্রথম জানাজা মিরপুরের একাডেমি মাঠে সম্পন্ন হয়েছে। বুধবার প্রয়াত এই সংগঠকের জানাজায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির বোর্ড পরিচালক, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক এবং তার পরিবারের সদস্যরা।

নাজমুল করিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে কলাবাগান মাঠে। এরপর গাজীপুরের কালীগঞ্জে তার দাফন সম্পন্ন হবে।

মিরপুর একাডেমি মাঠে নাজমুল করিমের জানাজা সম্পন্ন জানাজা শেষে ক্রিকেট বোর্ডের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও কামরুল ইসলাম রাব্বি।

এছাড়া বিসিবির বিভিন্ন কমিটি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশেনের পক্ষ থেকে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, নাজমুল করিমের সম্মানে বুধবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বোর্ডের সবাই বুকে কালো ব্যাজ ধারন করেছে। সেই সঙ্গে এদিন ক্রিকেট বোর্ডের অধীনে বুধবারের সকল ম্যাচ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজমুল করিম। সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিসিবির পরিচালক ছাড়াও নাজমুল করিম টিংকু কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কলাবাগান ক্রীড়া চক্রেরও সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া