X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাসিরকে নিয়ে পরিকল্পনা ছিল আগে থেকেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ১৫:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৯:১৭

নাসিরকে নিয়ে পরিকল্পনা ছিল আগে থেকেই নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফরে দল ঘোষণার পর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে বারবার প্রশ্ন জেগেছিল-নাসির হোসেন কেন নেই দলে? এই অলরাউন্ডারকে দলে না দেখতে পেয়ে নির্বাচকদের নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। এবার স্বস্তি ফিরেছে তাদের মনে।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে আছেন নাসির। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলে উপেক্ষিত ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। বাদ পড়ার পেছনে কারণ ছিল ফর্মহীনতা, যদিও  থেমে থাকেননি তিনি। ঘরোয়া ক্রিকেট ও কিছুদিন আগে শেষ হওয়া ইমার্জিং কাপে নিজেকে প্রমাণ করেছেন নাসির। যে পারফরম্যান্সে তার ওপর খুশি নির্বাচকরা। আর পুরস্কার হিসেবে আবার খুলে গেছে তার জাতীয় দলের দরজা।

স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজের ১৮ জনের দলে নাসির থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়নি তার। আছেন অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই অলরাউন্ডারকে নিয়ে বলেছেন, ‘নাসির হোসেন অনেক দিন ধরে দলের সঙ্গে নেই। বিভিন্ন সফরে তাকে রাখা হয়নি। এক্ষেত্রে আমরা তাকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলে এনেছি।’ ইমার্জিং কাপে তার পারফরম্যান্স উল্লেখ সঙ্গে যোগ করলেন, ‘ও ইমার্জিং কাপে ভালো খেলেছে এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ভালো খেলেছে।’ ওই টুর্নামেন্টের পারফরম্যান্স নাসিরের জাতীয় দলের দরজা খুলে দিয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক পরের কথায়, ‘নাসির যেন আন্তর্জাতিক ক্রিকেটের আবহ থেকে দূরে সরে না যায়, এ জন্য তাকে ইমার্জিং কাপে নেওয়া হয়েছিল। ওর মনোযোগটা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা আছে, সেটা দেখা হয়েছে। তাতে আমরা সন্তুষ্ট হয়েছি বলেই ওকে ত্রিদেশীয় সিরিজের দলে নেওয়া হয়েছে।’

দক্ষিণ আফ্রিকা সফরেও নাসিরের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়ে মিনহাজুল, ‘সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে। তাছাড়া আয়ারল্যান্ড সফরে ওকে অভ্যস্ত করা দরকার। এই কন্ডিশনে আমাদের অনেক খেলোয়াড়ই ক্রিকেট খেলেনি। আর সামনে আমাদের অনেক অ্যাওয়ে সিরিজ আছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের বড় সিরিজ, সেই হিসাব করেই ১৮ জন নিয়ে যাচ্ছি।’ প্রধান নির্বাচকের আশা নাসির ত্রিদেশীয় সিরিজে ছন্দে ফিরবে, ‘নাসির অনেকদিন ধরে দলের বাইরে আছে। টিম ম্যানজমেন্টের সঙ্গে কাজ করবে। আমাদের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে ওকে দেখা হবে। যেহেতু ওর অভিজ্ঞতা আছে, আশা করি তাড়াতাড়ি আগের ছন্দে ফিরবে।’

পেসার শফিউল ইসলামের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নির্বাচকরা। তার কাছ থেকে ভালো বোলিং পাওয়ার আশা মিনহাজুলের, ‘ওর ফিটনেস এখন ঠিক আছে। আর যেহেতু ঠাণ্ডা কন্ডিশনে খেলা হবে, সেহেতু ও টানা ম্যাচ খেলতে পারবে।’ আগের তিন সফরে শফিউলের বাদ পড়ার কারণও স্পষ্ট করেছেন তিনি, ‘বিপিএলে ইনজুরিতে না পড়লে সে আমাদের আগের সিরিজগুলোতে থাকত। তাছাড়া ম্যানেজমেন্ট থেকে কিছু নেতিবাচক মনোভাব ছিল, তারা মনে করছিল যে টানা ম্যাচ খেলা ওর জন্য কঠিন হয়ে যাবে, তাই ওকে আমরা শ্রীলঙ্কায় রাখিনি। কারণ শ্রীলঙ্কায় অনেক গরম ছিল। ওখানে টানা ম্যাচ খেলাটা তার জন্য কঠিন ছিল।’

ত্রিদেশীয় সিরিজের জন্য ১৮ জনের দলে আছেন উইকেটরক্ষক নুরুল হাসান। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এ নিয়ে মিনহাজুলের ব্যাখ্যা, ‘সোহানকে (নুরুল হাসান) আমরা অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে রাখব আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। কোনও উইকেটরক্ষকের  ইনজুরি সমস্যা হলে আমরা যেন দ্রুত ওকে দলে নিতে পারি।’

/এফএইচএম/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা