behind the news
Vision  ad on bangla Tribune

চ্যালেঞ্জটা নিতে চান শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট২২:৪৮, এপ্রিল ২০, ২০১৭

চ্যালেঞ্জটা নিতে চান শফিউল সেই গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন পেসার শফিউল ইসলাম। এরপর বিপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে যান ছিটকে। সেই চোট সারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পেয়েছেন শফিউল। অনুভূতি জানাতে গিয়ে চোটের কথা দিয়েই শুরু করেন তিনি, ‘ভালো লাগছে। তবে প্রতিটি সিরিজের আগেই অঘটন ঘটেছে। এখন সুস্থ আছি। ভালো লাগছে।’

আগের তিন সফরে শফিউলের বাদ পড়ার কারণ ইনজুরি। এবার ডাক পেয়ে ইংল্যান্ডের কন্ডিশনে অ্যাকশন কতটুকু কার্যকর হবে-জানতে চাইলে শফিউল বলেন, ‘সুইংয়ের সঙ্গে লাইন,লেন্থ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তুলনায় সেখানে হয়তো সুবিধা পাওয়া যাবে। তবে গুরুত্বপূর্ণ হলো লাইন লেন্থ। ’

২০১০ সালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে শফিউলের। আবারও যাচ্ছেন ভিন্ন মিশনে। এবার শফিউলের অনুভূতি ঠিক এরকম, ‘অবশ্যই ভালো অনুভব করছি, ভালো লাগছে। বিপিএলের পর থেকে একটা ছন্দে চলে এসেছি। আগের ছন্দটা ফিরে পেয়েছি। এটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এবার প্রধান কথা হলো ভালো খেলতে হবে। আমি যে রকম খেলে যাচ্ছি, সেটা খেলে যেতে চাই। দলে থাকলে ভালো কিছু করতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে চাই।’

/এফআইআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ