behind the news
Vision  ad on bangla Tribune

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে মুম্বাই

স্পোর্টস ডেস্ক০০:১৪, এপ্রিল ২১, ২০১৭

261840আইপিএলে এবারের মৌসুমে সেরা সাফল্যই দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে মুম্বাই। এই জয়ে টেবিলের শীর্ষে রইলো তারা।

টসে হেরে ব্যাট করে দুর্দান্তই খেলেন পাঞ্জাব ওপেনার হাশিম আমলা। ৬০ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলে থাকেন অপরাজিত। যেখানে ছিল ৮টি চার ও ৬টি ছয়। আমলার ব্যাটে ভর করেই ৪ উইকেটে ১৯৮ রান তোলে পাঞ্জাব। অবশ্য আমলার দুর্দান্ত সেঞ্চুরি ভেস্তে চলে যায় মুম্বাই ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে।

জবাবে খেলমে নেমে ৩৭ বলে ঝড়ো স্টাইলে ব্যাট করে ৭৭ রান করেন জশ বাটলার। ৭টি চার ও ৫ ছয় ছিল ইনিংসে। বাটলার বিদায় নিলে নিতিশ রানাও ছিলেন দুর্ধর্ষ। ৩৪ বলে ৬২ রানে অপরাজিত থেকে ১৫.৩ ভারে জয় নিয়ে মাঠ ছাড়েন। যেখানে ছিল ৭টি ছয়। ম্যাচসেরা হন বাটলার।

এই জয়ে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে মুম্বাইয়ের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে কেকেআর। 

/এফআইআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ