X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কলাবাগানের রোমাঞ্চকর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৯:৫৫

ম্যাচসেরার পুরস্কার জেতা মুক্তার আলী শফিউল হায়েত-মঈনুল ইসলাম জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। মিডল অর্ডারে তাদের জুটি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জয়ের পথ তৈরি করে দিলেও গন্তব্যে পারেনি পৌঁছাতে। প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচটি কলাবাগান ক্রীড়া চক্র জিতে নেয় ১০ রানে। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে কলাবাগানের করা ২৫৯ রানের জবাবে ভিক্টোরিয়া ৯ উইকেট হারিয়ে করতে পারে ২৪৯ রান।

অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে ব্যর্থ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে কলাবাগান অধিনায়ক ১০ রান করে বোল্ড হয়ে যান মঈনুল ইসলামের বলে। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনার মেহরাব হোসেন জুনিয়র অবশ্য অভিজ্ঞ তুষার ইমরানকে সঙ্গে নিয়ে কাটিয়ে ওঠেন বিপর্যয়। তৃতীয় উইকেট জুটিতে তারা গড়েন ৯৬ রানের জুটি। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত রোশেন সিলভা এই জুটি ভাঙেন মেহরাব জুনিয়রকে ফিরিয়ে। আউট হওয়ার আগে এই ওপেনার ১০৮ বলে খেলেন ৬৩ রানের কার্যকরী ইনিংস। আর তুষার করেন ৫৬ রান।

যদিও কলাবাগানের স্কোর আড়াই শ পেরিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তাসামুল হক ও মুক্তার আলীর। শেষ দিকে ভিক্টোরিয়ার বোলারদের ওপর ঝড় তুলেন এই দুই ব্যাটসম্যান, বিশেষ করে মুক্তার আলী। ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলেন তিনি হার না মানা ৫২ রানের ঝোড়ো ইনিংস। আর তাসামুল যোগ করেন ৪৪ রান।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভিক্টোরিয়া। ১ রান করে ফিরে যান ওপেনার আবু সায়েম। অন্য ওপেনার নাসিরুদ্দিন ফারুক হাফসেঞ্চুরি পূরণ করে খেলেন ৫৮ রান। যদিও মিডল অর্ডারের ধসে হারটা সময়ের ব্যাপারই মনে হচ্ছিল ভিক্টোরিয়ার। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাচ জমিয়ে দেন শফিউল ও মঈনুল। ১০৯ রানের জুটি গড়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। জয়ের দিকেও এগোচ্ছিল ভিক্টোরিয়া, কিন্তু শফিউলের আউটে আবার এলোমেলো হয়ে যায় সব। ৬৪ রান করে তিনি আউট হওয়ার পর ৫৭ বলে ৭৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান মঈনুলও। ভিক্টোরিয়ার জয়ের স্বপ্নটাও শেষ হয়ে যায় তখনই। শেষদিকের ব্যাটসম্যানরা চেষ্টা চালালেও ১০ রানের রোমাঞ্চকর জয় পায় কলাবাগান।

ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও সফল মুক্তার। ১০ ওভারে ৪২ রান দিয়ে পান ২ উইকেট। এমন অলরাউন্ডিং পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটা হাতে না উঠলে কী হয়!

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!