X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তামিমের চোখে সাসেক্সের ক্যাম্প ‘গুরুত্বপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৭, ২০:২১আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ২০:৪৬

তামিম ইকবাল আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। মুস্তাফিজুর রহমানের কাউন্টি দল সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। আর এই ক্যাম্পকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগেও অস্ট্রেলিয়ায় ক্যাম্প করেছিল বাংলাদেশ। তার সুফলও পাওয়া গিয়েছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে, দুঃসময়কে পেছনে ফেলে, টুর্নামেন্টে দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফির দল।

এবারের সফর বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। র‌্যাংকিংয়ে সেরা আটে থেকে, যোগ্যতার পরিচয় দিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছেন মাশরাফি-সাকিব-তামিমরা। সাসেক্সের ক্যাম্পকে তামিম তাই বাড়তি গুরুত্ব দিচ্ছেন। শুক্রবার ফতুল্লায় মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাসেক্সে আমাদের ১০ দিনের ক্যাম্প হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্যাম্পে অংশ নিতে মুখিয়ে আছি। আমার মনে হয়, ১০ দিনের ক্যাম্প আমাদের প্রস্তুতি নিতে সহায়তা করবে। প্রস্তুতির ওপরেই নির্ভর করে অনেক কিছু। ক্যাম্পে প্রতিটি মিনিট ব্যবহার করা গুরুত্বপূর্ণ।’

ক্যাম্প শেষে নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ১২ মে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তিন দলের লড়াইয়ে কোনও দলকেই এগিয়ে রাখছেন না তামিম, ‘ফেভারিট হিসেবে কারও নাম বলা আমি পছন্দ করি না। তবে সব কিছু ঠিকঠাক করতে পারলে আমাদের ত্রিদেশীয় সিরিজ জেতার সুযোগ আছে। আশা করি, ক্যাম্পটা কাজে লাগিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবো। দল ভালো অবস্থানে রয়েছে। তবে আমাদের ভালো খেলার ওপরই নির্ভর করে জয়-পরাজয়।’

বাংলাদেশের সর্বশেষ সফরকে সফল বলতেই হবে। শ্রীলঙ্কায় টেস্ট, ওয়ানডে আর  টি-টোয়েন্টি তিনটি সিরিজই ড্র করার আত্মবিশ্বাস নিয়ে আগামী মিশন শুরু করবে টাইগাররা। তামিম তাই সাফল্য নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘আমরা অনেকদিন ধরে এক সঙ্গে খেলছি। এটা অবশ্যই আমাদের জন্য ভালো দিক। সবচেয়ে বড় কথা, আমরা অনেকদিন ধরেই ভালো খেলছি। তবে ইংল্যান্ডের তুলনায় আয়ারল্যান্ডের কন্ডিশন কিছুটা ভিন্ন। সেজন্য আমাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার। ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করতে পারলে তা আমাদের চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলার আত্মবিশ্বাস জোগাবে।’

চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে সন্তুষ্ট তামিমের উপলব্ধি, ‘প্রত্যাশিত দলই হয়েছে। দুই-একটা পরিবর্তন হয়েছে হয়তো। তবে সেটা কন্ডিশনের কথা চিন্তা করেই হয়েছে। এই দল নিয়ে আমি সন্তুষ্ট। যারাই খেলুক, সবারই দায়িত্ব থাকবে নিজের কাজ ঠিকমতো করা। আমাদের লক্ষ্য, অবশ্যই সেরা ক্রিকেট খেলা।’

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি