X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আমিরের তাণ্ডবের পর চেস-ডরউইচের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১০:৪২আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১১:১৩

মোহাম্মদ আমির পেয়েছেন ৩ উইকেট মারলন স্যামুয়েলস-ড্যারেন ব্রাভোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বাইরে রেখে টেস্ট দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জন্য কঠিন সমালোচনার মুখেও পড়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল কিংস্টন টেস্টের টপ অর্ডার ধসে। পাকিস্তানের বোলারদের সামনে, বিশেষ করে মোহাম্মদ আমিরের সামনে মুখ থুবড়ে পড়া স্বাগতিকদের বড় লজ্জার হাত থেকে রক্ষা করেছেন রোস্টন চেস ও শন ডরউইচ। ষষ্ঠ উইকেটে তাদের ১১৮ রানের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষ করতে পেরেছে ৭ উইকেটে ২৪৪ রানে।

দিনের খেলা যদিও ৯ ওভার আগেই শেষ হয়ে যায় আলোর স্বল্পতার কারণে। তাতে অবশ্য চেস-ডরউইচের দুটো অসাধারণ ইনিংসের গুরুত্ব কমবে না এতটুকু। আমিরের বোলিং তোপে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ছিল ভয়াবহ। একটা সময় ৭১ রানে ক্যারিবিয়ানরা হারিয়েছিল ৫ উইকেট, সেখান থেকে দলের হাল ধরে বিপর্যয় কাটান চেস-ডরউইচ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কাটা দেন অবশ্য অভিষিক্ত পেসার মোহাম্মদ আব্বাস। এই পেসারের বলে কোনও রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন ক্রেইগ ব্রাথওয়েট। এরপরই শুরু আমিরের তাণ্ডব। অভিষিক্ত শিমরন হেটমারকে (১১) বোল্ড করে আমির খোলেন উইকেটের খাতা। খানিক পর আবারও বোল্ড করে তিনি প্যাভিলিয়নে ফেরান শাই হোপকে (২)। আমিরের সঙ্গে উইকেট উৎসবে নাম লেখান ওয়াহাব রিয়াজও, ৯ রান করা বিশাল সিংকে আজহার আলীর হাতে ক্যাচ বানিয়ে। একপ্রান্ত থেকে উইকেট হারালেও ওপেনার কিয়েরন পাওয়েল চালিয়ে যাচ্ছিলেন লড়াই, যদিও তার প্রতিরোধের দেয়াল ভাঙেন সেই আমির। এই পেসারের বলে ইউনিস খানের হাতে ধরা পড়ার আগে পাওয়েল করেন ৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ৫ উইকেটে ৭১!

রোস্টন চেস খেলেছেন ৬৩ রানের কার্যকরী ইনিংস কঠিন ওই পরিস্থিতি থেকে স্বাগতিকদের বের করে নিয়ে আসেন চেস-ডরউইচ। সময় উপযোগী ব্যাটিংয়ে বাড়িয়ে নেন দলের স্কোর। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। ষষ্ঠ উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ ১১৮ রান যোগ করে পথ দেখাচ্ছিলেন ক্যারিবিয়ানদের। যদিও ইয়াসির শাহর আঘাতে পরপর দুই বলে প্যাভিলিয়নে ফেরেন তারা। চেস করেন ৬৩ রান, আর ডরউইচের ব্যাট থেকে আসে ৫৬ রান।

তাদের ফিরে যাওয়ার পর দেবেন্দ্র বিশুকে (২৩*) সঙ্গে নিয়ে দিন পার করে দিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার (৩০*)। প্রথম দিনে পাকিস্তানের সেরা বোলার আমির ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়