X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বার্সাকে হারানো মানেই শিরোপা চূড়ান্ত নয়’

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ২২:৩১আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২২:৩৫

জিনেদিন জিদান লা লিগায় এখনও ৬ থেকে ৭ রাউন্ডের ম্যাচ বাকি। তবে শিরোপার দৌড়ে শক্তভাবে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে কাতালানদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে মাদ্রিদ ক্লাব। শিরোপার নিয়ন্ত্রণ কমবেশি দুই দলের হাতেই আছে। এমন অবস্থায় থেকে রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। অনেকের দাবি, এ ধ্রুপদী লড়াইয়ে যারা জিতবে শিরোপার নিয়ন্ত্রণ এককভাবে তাদের হবে। কিন্তু এ দাবি মানতে নারাজ রিয়াল কোচ জিনেদিন জিদান।

কাতালানদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই জিততে হবে এমন চাপ নিতে চান না ফরাসি কোচ। এমনকি বার্নাব্যুতে যদি দল হেরে যায় তারপরও শিরোপার সুযোগ থাকবে বিশ্বাস তার। এ ম্যাচকে শিরোপা নির্ধারক মানছেন না জিদান, তবে গুরুত্বপূর্ণ স্বীকার করতেই হচ্ছে তাকে। লিগে সব মিলিয়ে ৭টি ম্যাচ বাকি উল্লেখ করে জিদান বলেছেন, ‘(বার্সেলোনাকে হারানো) এর মানে এই নয় যে লা লিগার প্রতিদ্বন্দ্বিতা শেষ। এটা আরও একটি ম্যাচ, এর পর আছে আরও ছয়টি।’

তিন পয়েন্ট অর্জনই আসল লক্ষ্য রিয়াল কোচের, ‘এটা সবসময় বিশেষ ম্যাচ। ডার্বির মতো, কিন্তু একটু ভিন্নতা আছে। এখন পর্যন্ত উদ্দেশ্য একই, সেটা হলো ৩ পয়েন্ট। একটি ম্যাচে কী হতে পারে কেউ জানে না। যেমনটা গত মঙ্গলবার প্রথম লেগ জেতার পর আমরা ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলাম।’

জিদানের মতে, এ ম্যাচে ঘরের দর্শকদের সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সেটা প্রতিপক্ষ বার্সেলোনাকে চাপে ফেলবে না বলে মনে করেন তিনি, ‘আমরা- কোচ, খেলোয়াড় ও ভক্তরা আমাদের সর্বোচ্চটা দিতে এখানে আছি। আমাদের খেলা ঘরে এবং লক্ষ্য থাকবে আমাদের ভক্তদের পূর্ণ সমর্থনে ভালো কিছু করা, তারাই সবসময় দলের পাশে দাঁড়ায়।’

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ছিটকে পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তবে এ পরিণতি ক্লাসিকোয় কাতালানদের ওপর প্রভাব ফেলবে না বিশ্বাস জিদানের, ‘বার্সেলোনা ভালো একটি দল, পুরো মৌসুমে তারা অনেক কিছু দেখিয়েছে। আমি বিশ্বাস করি না যে (চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়) এটা তাদের ওপর চাপ তৈরি করবে। আমরা জানি একটি সেরা ম্যাচ খেলতে হবে আমাদের।’ আর এ সেরা দুই দলের লড়াই হবে রবিবার রাত পৌনে ১টায়। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়