X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রিয়ালকে এগিয়ে রাখছে ‘২৩ এপ্রিল’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৭:৫৭

রিয়ালকে এগিয়ে রাখছে ‘২৩ এপ্রিল’ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে মহারণ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ভাগ্য নির্ধারণের লড়াইও। শেষ হাসি কে হাসবে সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। তবে দিনটি সেন্ট জর্জে’স ডে, কাতালুনিয়ায় যে দিনটির আছে বিশেষ তাৎপর্য। আর রিয়ালের জন্য এই ২৩ এপ্রিল শুধু সুখস্মৃতিময়। পরিসংখ্যান বলছে এ কথা। গত কয়েক বছরের ইতিহাসে এদিন সবগুলো বড় ম্যাচ জিতেছে মাদ্রিদের ক্লাবটি।

এ বছর আরেকটি নতুন অধ্যায় তৈরি করার সুযোগ পাচ্ছে রিয়াল। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনাকে স্বাগত জানাচ্ছে তারা। লা লিগার পয়েন্ট টেবিলে জিনেদিন জিদানের শিষ্যরা যে অবস্থানে আছেন, বলা যায় আজকের ম্যাচটি জিতলে শিরোপা তাদের হাতে একরকম নিশ্চিত। আসল লড়াইয়ে নামার আগে তাদের জন্য অনুপ্রেরণা হচ্ছে ২৩ এপ্রিল।

২০০২ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে জিদান ছিলেন জয়ের নায়ক এমন দিনে এর আগেও বার্সা-রিয়াল হয়েছিল মুখোমুখি। ২০০২ সালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কাতালান জায়ান্টদের ২-০ গোলে হারিয়েছিল রিয়াল। ওই ম্যাচের তারকাও ছিলেন জিদান। ১৫ বছর আগের ২৩ এপ্রিলে খেলোয়াড় ছিলেন ফরাসি, আর এবার তিনি সফলতার পুনরাবৃত্তি করতে পারেন কোচ হয়ে।

পরের বছর একই দিন শীর্ষ ইউরোপীয় প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে নেমেছিল রিয়াল। যদিও ম্যাচটি হেরেছিল তারা। কিন্তু রোনালডোর অবিশ্বাস্য পারফরম্যান্স ওল্ড ট্রাফোর্ডের পুরো গ্যালারি মাতিয়ে এসেছিল। ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে দুই লেগে ৬-৫ অগ্রগামিতায় ইংলিশ জায়ান্টদের হটিয়ে সেমিফাইনালে উঠেছিল রিয়াল।

২০০৩ সালে রোনালদোর সেই চমৎকার মুহূর্ত বায়ার্ন মিউনিখও একই তারিখে রিয়ালের শিকার হয়েছিল। ২০১৩-১৪ মৌসুমে নিজ মাঠে জার্মানদের বিপক্ষে ১-০ গোলে প্রথম লেগ জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল রিয়াল। দশম চ্যাম্পিয়নস লিগ জেতার পথে পরের লেগে তো বায়ার্নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সেন্ট জর্জে’স ডে সের্হিয়ো রামোসের জন্য দারুণ একটি দিন। ২০০৬ সালে মালাগার বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল রিয়াল। শেষ দিকে এসে তাদের অধিনায়কের কাছ থেকে এলো প্রত্যাশিত গোল। রামোসেরে হেডে ২-১ গোলে জিতেছিল রিয়াল।

মাদ্রিদের ক্লাবটির জন্য দিনটি সুখময় হলেও বার্সেলোনার জন্য এটি কষ্টের। ২০১৩ সালের এদিনে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে কাতালান জায়ান্টদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। এমন ঘটনা আবার ফিরে আসুক নিশ্চয় চায় না বার্সেলোনা! তাহলে শিরোপা ধরে রাখাটা প্রায় অসম্ভবই হয়ে যাবে। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি