X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বার্নাব্যুতে আজ মুখোমুখি দুই ‘বিশ্বসেরা’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১৯:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২০:২০

বার্নাব্যুতে আজ মুখোমুখি দুই ‘বিশ্বসেরা’ বিশ্বের দুই ‘সেরা’ খেলোয়াড় মুখোমুখি হচ্ছেন আবার, এবার স্প্যানিশ লিগ শিরোপায় চোখ রেখে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ধ্রুপদি লড়াইয়ে যারা নতুন মাত্রা যোগান, সেই ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি আবার একে অপরকে টেক্কা দিতে নামছেন আজ। সবার অপেক্ষা রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের ঝলক দেখার। মনে আকাঙ্ক্ষা- কার ঝলকানি হবে চোখে পড়ার মতো?

গত ৯ বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড়ের মর্যাদা তাদের দু’জনের মধ্যে বিনিময় হচ্ছে। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার সময় ফর্মের বিবেচনায় আর্জেন্টাইন তারকা খানিকটা পিছিয়ে। ক্লাব ও দেশের হয়ে রোনালদো তার শেষ ১১ ম্যাচে করেছেন ১২ গোল, এর মধ্যে ৫টিই এসেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগে। অন্যদিকে জুভেন্টাসের বিপক্ষে শেষ আটে সর্বোচ্চ চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি মেসি। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে তিনি ব্যর্থ।

তারপরও মৌসুমের হিসাব-নিকাশে মেসিই কিন্তু এগিয়ে। সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ ম্যাচ খেলে ৪৫ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। লা লিগায় বর্তমানে শীর্ষ গোলদাতাও তিনি। ২৯ গোল করে ৫ গোলের ব্যবধানে সতীর্থ লুই সুয়ারেসের উপরে মেসি। এল ক্লাসিকোর ইতিহাসেও আর্জেন্টাইন তারকা সবচেয়ে বেশি গোলের মালিক। রিয়ালের বিপক্ষে লড়াইটা যেন খুব উপভোগ করেন তিনি। মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে ৩৩ ম্যাচে ২১ গোল তার। আর রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ২৬ ম্যাচে করেছেন ১৬ গোল। রিয়াল-বার্সার লড়াইয়ে শীর্ষ গোলদাতার তালিকায় তিনি মেসি ও আলফ্রেদো দি স্তেফানোর (১৮) পরে।

বার্নাব্যুতে আজ মুখোমুখি দুই ‘বিশ্বসেরা’ মেসিকে নিয়ে আজ শক্ত পরিকল্পনাই করতে হবে রিয়ালকে। কারণ বার্নাব্যুতে খেলা, যেখানে খুব স্বাচ্ছন্দ্যে গোল করে থাকেন বার্সা ফরোয়ার্ড। রিয়ালের ঘরে এ পর্যন্ত ১২ গোল তার। যদিও এল ক্লাসিকোর গত ৬ ম্যাচে গোল পাননি তিনি। কোচ লু্ই এনরিকে রিয়ালের বিপক্ষে এ পর্যন্ত মেসির গোল উদযাপন দেখতে পাননি। ২০১৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ৪-৩ গোলের জয়ে ৩টি গোলেই অবদান ছিল ২৯ বছর বয়সীর। এরপর রিয়ালের বিপক্ষে ছায়া হয়ে থেকেছেন মেসি। ওই ম্যাচে ডাগআউটে ছিলেন কোচ জেরার্দো মার্তিনো। তিনি চলে যাওয়ার পর থেকে ক্লাসিকোর মহারণে গোলখরায় ভুগছেন মেসি। এনরিকের বিদায়ী ক্লাসিকোতে কি আর্জেন্টাইন পারবেন এ খরা কাটাতে! এজন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। তবে মেসি সফল হলে দারুণ এক অর্জন হবে তার। আর দুটি গোল করলেই বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে পৌঁছাবেন ৫০০ গোলের মাইলফলকে।

সাম্প্রতিক পারফরম্যান্সে হয়তো রোনালদোর চেয়ে খানিকটা পিছিয়ে মেসি। কিন্তু ক্লাবের মুখোমুখি লড়াইয়ে রোনালদোর চেয়ে দলগতভাবে এগিয়ে ৮টি লা লিগা শিরোপাজয়ী। দুই বিশ্বসেরা তাদের ক্যারিয়ারে সব মিলিয়ে মুখোমুখি হয়েছেন ৩১ ম্যাচ। যেখানে মেসি জিতেছেন ১৪টি, আর রোনালদো ৯টি। ৮ বার ড্রর অভিজ্ঞতা হয়েছে তাদের। কিন্তু ব্যক্তিগত সফলতায় মেসি-রোনালদো সমানে সমান। দুজনই ১৭টি করে গোল করেছেন তাদের দলগত প্রতিদ্বন্দ্বিতায়। এমনকি লা লিগায় তাদের গোল সমান সমান, ৮টি করে। আজ তারা একে অপরকে ছাড়িয়ে যাবেন নাকি থাকবেন এক কাতারে, সেটা জানা যাবে ৯০ মিনিটের লড়াই শেষে। রাত পৌনে ১টায় সনি সিক্স ও সনি ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে এ ম্যাচ। সূত্র- ব্লিচরিপোর্ট, ইএসপিএনএফসি, গোলডটকম, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান   
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ অধিকার প্রধান  
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা