X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সবাইকে রেকর্ড উৎসর্গ করলেন ইউনিস

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:০২

১০ হাজার রানে পৌঁছানোর পর পাঞ্চ করে ইউনিসের উদযাপন কতদিনের অপেক্ষা! গত তিন বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিলেন ইউনিস খান। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলকে পৌঁছালেন তিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন ইউনিস। তার এ অর্জনটি উৎসর্গ করেছেন পাকিস্তানের সবাইকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ৫৮ রানের ইনিংস খেলার পথে কীর্তি গড়েন ইউনিস। ৩৩ রান দরকার ছিল তার। দুর্লভ এ অর্জনের পর নিজের অনুভূতি জানালেন এভাবে, ‘আমি অনেক খুশি। আমার অনুভূতি ব্যক্ত করতে পারছি না। পাকিস্তান ক্রিকেটে অনেক সেরা খেলোয়াড় আছে, কিন্তু কেউ এ মাইলফলকে পৌঁছায়নি। তাই শেষ পর্যন্ত এখানে জায়গা করতে পেরে আমি সত্যিই খুব খুশি। এটা শুধু আমার অর্জন নয়, এ রেকর্ড পুরো পাকিস্তানের জন্য।’

পাকিস্তানের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ইউনিস। এবার হয়ে গেলেন প্রথম ১০ হাজারি টেস্ট রানের মালিক। এ মাইলফলকের জন্য তিনটি বছর অপেক্ষা করেছেন তিনি, ‘সত্যি বলছি, এ দিনটির জন্য গত তিন বছর ধরে অপেক্ষা কেরছি। এ সময়ে আমি কয়েকবার অবসরের কথা ভেবেছিলাম। কিন্তু তখন আমার ভক্তরা আমাকে উজ্জীবিত রেখেছিল এবং তাদের কারণে আমি এতদূর আসতে পেরেছি।’

১৭ বছর আগে পাকিস্তানের জার্সি পরেছিলেন ইউনিস। তার বিশ্বাস এ মাইলফলক দেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, ‘আমি মনে করি এটা পাকিস্তান টেস্ট ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। জাভেদ মিয়াঁদাদ, মোহাম্মদ ইউসুফ ও ইনজামাম-উল হকের মতো অনেক লিজেন্ড আমরা পেয়েছি অতীতে। কিন্তু তাদের কেউ এ অর্জন করেনি। এখন আমি সেখানে পৌঁছেছি। পাকিস্তান এখন বলতে পারবে তাদের ক্রিকেটে একজন আছে যে ১০ হাজার টেস্ট রান করতে পেরেছে।’ সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী