X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘মেসি বার্সেলোনার আশীর্বাদ’

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৮:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:৪৫

‘মেসি বার্সেলোনার আশীর্বাদ’ আন্দ্রেস ইনিয়েস্তা সেই ছোট্ট লিওনেল মেসিকে দেখেছেন, এখন দেখছেন পরিণত মেসিকে। প্রায় দুই দশকের চেনাজানা তাদের। কিন্তু মেসিকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন স্প্যানিশ তারকা। তার মতে, বার্সেলোনার জন্য মেসি আশীর্বাদ।

বার্সেলোনা অধিনায়ক ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন তারকাকে, ‘আমি মনে করি মেসির সত্যিকারের মহত্ত্ব হচ্ছে এত বছর পরেও তার চমৎকারিত্ব কখনও ফুরিয়ে যায়নি। সে হচ্ছে ক্লাবের আশীর্বাদ। তাকে পাওয়া ক্লাবের জন্য বিশেষ সম্মানের।’

রবিবারের এল ক্লাসিকো জয়ে ‘ক্লাসিক নায়ক’ ছিলেন মেসি। রিয়াল মাদ্রিদের দুই ডিফেন্ডার মার্সেলো ও সের্হিয়ো রামোসের আঘাতের প্রত্যুত্তরে করেছেন গোল। প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন তাকে আহত করলে পরিণাম হবে আরও ভয়ঙ্কর। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার নিচু ক্রসে জয় এনে দেওয়া গোল করেন মেসি। এর পর আরেকটি স্মরণীয় গোল উদযাপন।

বার্সেলোনার তৃতীয় গোলটি করে নিজের জার্সিটা খুলে গ্যালারির দর্শকদের দিকে তুলে ধরলেন। হয়তো বলতে চাইলেন, ‘এই আমি এবং এটা আমার জার্সি, দেখ তোমরা।’

বার্সেলোনার জার্সিতে ৫০০তম গোল করা মেসি প্রতি মুহূর্তে মুগ্ধতা ছড়িয়েছেন। ৩৩ মিনিটে তার গোলে সমতা ফিরিয়েছিল কাতালানরা, আর পরেরটি নিশ্চিত করল জয়। যদিও ইনিয়েস্তা কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপ করলেন। বিশেষ করে রিয়ালের দ্বিতীয় গোল পাওয়ার হতাশা তার কণ্ঠে, ‘আমাদের উচিত ছিল ৩-১ করার, কিন্তু তারাও সুযোগ পেয়েছিল। আমরা ভালো খেলেছি এবং জুভেন্টাসের বিপক্ষে হারের পর এটা সহজ ছিল না।’

এমন জয়ে লা লিগার শিরোপার জন্য আরও উজ্জীবিত বার্সা। ইনিয়েস্তা বলেছেন, ‘যোগ করা সময়ে জয় পেলাম। এটা আমাদের দারুণভাবে উজ্জীবিত করবে। আর শিরোপার আশা এখনও বাঁচিয়ে রেখেছি আমরা। এখন রিয়াল মাদ্রিদকে হার এড়াতে হবে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী